ED raid : সাত সকালেই সুজিত-তাপসের ঠিকানায় কড়া নাড়ল ইডি – পুর নিয়োগ দুর্নীতিতে ম্যারাথন তল্লাশি

পুর নিয়োগ দুর্নীতির তদন্ত

The Quiry : গত বছরের অগস্ট মাসে তলব করা হয়েছিল মন্ত্রী সুজিত বসুকে। সিবিআই পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই তলব করেছিল তাঁকে। তবে সেই সময় হাজিরা দেননি সুজিত। সাত সকালেই সুজিত-তাপসের ঠিকানায় কড়া নাড়ল ইডি – পুর নিয়োগ দুর্নীতিতে ম্যারাথন তল্লাশি। এদিন সকাল ৭টার কিছু আগেই একটি টিম পৌঁছে যায় লেক টাউনে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে। বেশ কয়েকজন আধিকারিক সোজা পৌঁছে যান মন্ত্রীর দরজায়। বাড়ির চারপাশ ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা। মন্ত্রীর দুটি বাড়িকে দুটিকেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে।

উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। আর যে সময় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে আসে, সেই সময় ওই পুরসভার উপ পুর প্রধান ছিলেন সুজিত বসু। অয়ন শীল গ্রেফতার হওয়ার পর সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করার কথা ভেবেছিল সিবিআই। কিন্তু তাতে সেই সময় কোনও লাভ হয়নি। আর এবার একেবারে মন্ত্রীর বাড়িতে হাজির হয়েছে ইডি। আগে কখনও দুর্নীতি মামলায় যোগ থাকা কথা শোনা যায়নি তাপস রায় সম্পর্কে। শুক্রবার সকাল সাড়ে ৬ টা নাগাদ তাঁর বাড়িতেও পৌঁছে যায় ইডি।

ED raid : সাত সকালেই সুজিত-তাপসের ঠিকানায় কড়া নাড়ল ইডি – পুর নিয়োগ দুর্নীতিতে ম্যারাথন তল্লাশি

আরও খবর- খরচে টান , কর্মীদের বেতন দিতে পারছে না Google – কর্মী ছাঁটাই তথ্যপ্রযুক্তি সংস্থায়

বউ বাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও উপস্থিত হয়েছে একটি টিম। বিধায়কের বাড়ির দু’দিকের দরজাই বন্ধ রাখা হয়েছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রবেশ করতে পারেন ইডি আধিকারিকরা। পরে গেট খুলে দেওয়া হয়। বি বি গাঙ্গুলি স্ট্রিটের ওই বাড়িতে শুধুমাত্র তাপস রায় থাকেন না, রয়েছেন আরও অনেক আবাসিকও। সেই বাড়িতেই প্রবেশ করেছেন ইডি-র অফিসাররা।

সম্পর্কিত পোস্ট