৪৮ ঘন্টার মধ্যে ফের অভিষেক বন্দ্যেপাধ্যায়কে তলব ED-র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৪৮ ঘন্টার মধ্যে ফের অভিষেক বন্দ্যেপাধ্যায়কে তলব করল ইডি। ইডির তরফে জানা গিয়েছে সেদিন টানা ৯ ঘন্টা জেরার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বেশ কয়েকটি প্রশ্নের উত্তরে অসঙ্গতি মিলেছে।

প্রথমার্ধে জেরা চলাকালীন  বেশ কয়েকটি প্রশ্নের যথাযথ উত্তর এড়িয়ে গিয়েছেন অভিষেক বলে খবর।

সোমবার নির্ধারিত সময় সকাল ১১ টা নাগাদ জামনগরের খান মার্কেটে ED দপ্তরের হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন বেশ কিছু নথিপত্র নিয়ে তিনি পেশ করেন বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন টানা ৯ ঘণ্টা জেরা করেন আধিকারিকরা।

এরপর সংবাদমাধ্যমের সামনে বেরিয়ে ক্ষোভ উগরে দেন অভিষেক। তিনি বলেন “এভাবে তৃণমূলকে ভয় দেখানো যাবে না। শুধু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কলকাতার কেসকে দিল্লিতে টানা হয়েছে। কোনভাবেই মাথা নত করব না। রাজনৈতিকভাবে মোকাবিলা করব। ১০ পয়সার দুর্নীতি যদি থাকে প্রমাণ করে দেখান। ED- CBI লাগানোর দরকার নেই। ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করবো।”

তিনি আরো জানিয়েছেন, যে কোন তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে সেদিন প্রশ্ন তুলেছিলেন অভিষেক। তিনি বলেন, ” কোন সর্বভারতীয় বিজেপি নেতা যদি আমার সঙ্গে ৫ মিনিট বসেন, আমি সব তথ্য দেখিয়ে দেব। প্রমাণ করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। তোয়ালে মুড়ে যারা টাকা নিয়েছেন তাদের নাম চার্জশিটে থাকেনা।”

প্রসঙ্গত কয়লা পাচার কান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সোমবার তাঁর স্ত্রী রুজিরা নারুলাকেও দিল্লিতে তলব করেছিল ED। করোনা পরিস্থিতিতে ছোট সন্তানদের রেখে দিল্লি যাওয়া তার পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলেন রুজিরা।

একইসঙ্গে তিনি জানিয়েছিলেন কলকাতাতেই তাকে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করুক কেন্দ্রীয় সংস্থা। তবে এক্ষেত্রে কোন পদক্ষেপ নেয় ED সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট