সারদা মামলায় তৃণমূলের জোড়াসাঁকোর প্রার্থীকে তলব ইডির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সারদা মামলায় এবার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে তলব ইডির। রাজ্যসভার প্রাক্তন সাংসদকে সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ইডির তরফে জানানো হয়েছে।
সূত্রের খবর, সারদা কোম্পানির একটি পত্রিকা প্রকাশিত হত বিবেক গুপ্তর সংস্থা থেকেই। বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে সারদা সংস্থার সঙ্গে। কত টাকা লেনদেন হয়েছিল? সারদার সঙ্গে কোনও চুক্তি হয়েছিল কি না? তা জানতেই তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীকে।
আরও পড়ুনঃ দল ছাড়লেন দেবশ্রী, এবার কি গন্তব্য গেরুয়া শিবির
নির্বাচনের উত্তাপের মাঝেই একজন তৃণমূল প্রার্থীকে তলব করায় অস্বস্তিতে ঘাসফুল শিবির। যদিও এই তালিকায় রয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, মুখপাত্র কুণাল ঘোষ এবং শুভাপ্রসন্ন। তিন তৃণমূল নেতাকেই তলব করেছে সিবিআই এবং ইডি। এর মধ্যে কুণাল ঘোষ এবং শুভাপ্রসন্ন উপস্থিত হলেও যাননি তৃণমূল মহাসচিব।
একই তালিকায় রয়েছেন সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভুইঞা এবং কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র।
এবার সেই তালিকায় নাম জড়ালো তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তের। এর আগে সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। এবার ইডির তলব পড়েছে।
নির্বাচনের মুখে ইডির তলবের পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে দাবী করছেন তৃণমূল নেতৃত্ব। পাল্টা এই ইস্যুকে হাতিয়ার করে নির্বাচনী ময়দানে নামতে চাইছে বিজেপি। একই ইস্যুতে সরব হয়েছে সংযুক্ত মোর্চার নেতারা।