ইডি’র ডাক অভিষেককে, দু’পক্ষ‌ই রাজনীতির ঘুঁটি সাজাতে ব্যস্ত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২৯ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের কেন্দ্রীয় সমাবেশ হয়েছে কলকাতায়। সেখানেই অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এরপর হয়তো দলের নেতাদের আবার ডেকে পাঠাতে পারে ইডি-সিবিআই।

ঘটনাচক্রে সেটাই সত্যি হয়েছে। ইডি কয়লা পাচার মামলায় আগামী ২ সেপ্টেম্বর তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, এবার ইডির কলকাতার অফিসে হাজির হবেন অভিষেক। তবে ইডি জেরায় কী পাবে তা জানা নেই, যদিও এই নিয়ে রাজনীতির ময়দান সরগরম হয়ে উঠেছে।

দেশজুড়ে ইডি জোরকদমে দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছে এই নিয়ে সংশয় নেই। তাদের দোসর সিবিআই ভালো মতো সঙ্গ দিচ্ছে। কিন্তু এই দুর্নীতি বিরোধী অভিযান একপেশে বলে বিরোধীদের অভিযোগ। কারণ সবটাই হচ্ছে বিরোধী নেতাদের নিশানা করে। বিজেপির অভিযুক্তরা দিব্যি ছাড়া পেয়ে যাচ্ছে।

নিজের পরিবার অন্যায় করলেও ছাড় নয়, বুলডোজার নীতির কথা মমতার মুখে

এই অবস্থায় কয়লা পাচার মামলায় ফের অভিষেককে তলব করা হয়েছে। ঘটনা হল পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল গ্রেফতার হ‌ওয়ার পর দুর্নীতি ইস্যুতে এখন বেশ কিছুটা ব্যাকফুটে আছে তৃণমূল।

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানোর পর তারা এটা নিয়ে পাল্টা আক্রমণের ছক সাজিয়েছে। পুরোটাই বিজেপির নির্দেশে হচ্ছে, এটা প্রমাণ করতে চাইছে তৃণমূল। তাই টিএমসিপি রং মঞ্চ থেকে নেতারা এই নিয়ে আগাম কথা বলেছিলেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা।

এদিকে ইডি-সিবিআই থেকে দূরত্ব তৈরি করে অভিষেক ইস্যুতে আরও আক্রমণাত্মক হ‌ওয়ার চেষ্টা করছে বিজেপি। তারা দেখাতে চাইছে, তৃণমূল মানেই দুর্নীতি। তাই তাদের শীর্ষ নেতাদের বারবার কেন্দ্রীয় এজেন্সিগুলো ডেকে পাঠাতে বাধ্য হচ্ছে।

সম্পর্কিত পোস্ট