নারদাকাণ্ডে এবার প্রসিকিউশান সার্টিফিকেট জমা দিতে চলেছে ইডি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নারদকাণ্ড নিয়ে রাজ্যে নাটকীয়তা চরমে। সিবিআইয়ের চার্জশিটের পর এবার প্রসিকিউশান সার্টিফিকেট জমা দিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, নারদকাণ্ডে যে পাঁচ নেতার বিরুদ্ধে চার্জশিট জমা করেছে সিবিআই, সেই পাঁচ নেতার নামে প্রসিকিউশান জমা দিতে চলছে ইডি।

ইডি সূত্রের খবর, প্রসিকিউশন কমপ্লেন তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে পরিমাণ অর্থ নিতে দেখা গিয়েছে, সেই পরিমাণ অর্থ প্রসিকিউশনে জুড়ে দেওয়া হবে৷

গত এক সপ্তাহ ধরে নারদকাণ্ডে চার নেতা, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জী এবং মদন মিত্রের গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে৷ গোটা ঘটনার প্রতিবাদ জানিয়েছে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। অনেকেই বলছেন, নির্বাচনে হেরে গিয়ে প্রতিশোধ নিতে চাইছে বিজেপি।

চার নেতার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। নিম্ন আদালতে জামিনের পরেও বিষয়টি হাইকোর্টে উপস্থিত হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ চার নেতাকে গৃহবন্দী থাকার রায় শোনায়। একইসঙ্গে করোনা যুদ্ধে জড়িতরা ভার্চুয়ালি সমস্ত কাজ এবং সরকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে রায় দেয় আদালত।

একইসঙ্গে চার নেতার জামিনের পক্ষে রায় দেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয়। তাই বিষয়টি হাইকোর্টের উচ্চতর ডিভিশন বেঞ্চে উপস্থিত হয়েছে।

পাঁচ বিচারপতির বেঞ্চে থাকবেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখ্যোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১১ টা থেকে শুরু হবে মামলার শুনানি৷ মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সিবিআই আবেদন করেছিল। কিন্তু তার সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

সম্পর্কিত পোস্ট