West Bengal By-Election: উপনির্বাচনের দিন বালিগঞ্জ ও আসানসোলে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই দিন ওই দুই কেন্দ্রের সমস্ত সরকারি, আধাসরকারি, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, বেসরকারি স্কুল-সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

Bangladesh Independence : বাংলাদেশের আজ ৫১তম স্বাধীনতা দিবস,দেশজুড়ে শোনা গেল একত্রের সুর

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। সে কারণে এনআই আইন অনুসারে ওই দিন ওই দুই কেন্দ্রে ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দুই কেন্দ্রের শিক্ষাপ্রতিষ্ঠানে পোলিং স্টেশন তৈরি করা হবে। পোলিং স্টেশন তৈরি করা হবে ওই দুই কেন্দ্রের সরকারি দফতরেও। যদিও ওই কেন্দ্রের কোনও ভোটার অন্যত্র থাকেন, তাঁর ক্ষেত্রে ১২ এপ্রিল বিশেষ ছুটি হিসেবে ঘোষণা করতে হবে। প্রয়োজনে ওই দুই কেন্দ্রে পুনর্নিবাচন হলে দিনটি বিশেষ ছুটি হিসেবে ঘোষণা করতে হবে।

রাজ্যের আসন্ন দুই কেন্দ্রে উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সূত্রের খবর, প্রতি বিধানসভার জন্য ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কিভাবে এই ভাগ হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। উল্লেখ্য, আসানসোল লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ পদত্যাগ করায় সেখানে উপনির্বাচন হচ্ছে। অপরদিকে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর মৃত্যুতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আগামী ১২ই এপ্রিল উপনির্বাচন হবে।

সম্পর্কিত পোস্ট