৫ টাকায় ডিম-ভাত, ভোটের আগে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের আগে একাধিক ইস্যুতে পথে নামতে শুরু করেছে বিরোধী দলগুলি। বিশেষত এই মুহূর্তে যারা তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করছেন তাদের মুহুর্মুহ নিশানায় ক্রমাগত কোণঠাসা হচ্ছে শাসক শিবির।
অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প ঘোষণা থেকে বাস্তবায়ন কোন কিছুই বন্ধ থাকছে না।
সোমবার দুপুরে নবান্নের সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে ধরলেন উন্নয়নের একাধিক তথ্য। একইসঙ্গে মা প্রকল্পের সূচনার মাধ্যমে ৫ টাকায় কোথায় কোথায় ডিম ভাত খাওয়ানো শুরু হয়েছে ভার্চুয়ালি তারও নজরদারি চালালেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা করলেন সারা রাজ্যে এই প্রকল্প চালু হবে। হুঁশিয়ারি দিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বদের। বললেন কোনোভাবেই যেন মা প্রকল্পে কোনরকম দুর্নীতি না হয়। ৫ টাকায় ডিম, ভাত, ডাল, সব্জি দেওয়া হবে। মা ক্যান্টিন চলবে প্রতিদিন দুপুরে ১ টা থেকে ৩ টে পর্যন্ত। ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে মা প্রকল্পের জন্য।
মুখ্যমন্ত্রী জনান, রাজ্যের ১ লক্ষ পড়ুয়া সবুজ সাথী প্রকল্পের উপসংহার পর্বে পাচ্ছে সাইকেল। এদিন দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পের ফাইনাল রিপোর্ট কার্ড প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকারের কাছে জমা পড়া আবেদনপত্রের ১০০ শতাংশ সমাধান করা হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী।
১২ লক্ষ ১২ হাজার ৯৩০ জনকে ১০০ দিনের কাজ দেওয়া হয়েছে। দুয়ারে সরকারের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়ে রাজ্যের ওয়েবসাইটেও। পাড়ায় সমাধানের প্রকল্পের বিস্তারিত সাফল্যের কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দুর্গাপুজোর বাণিজ্যিক সাফল্য নিয়ে পরিসংখ্যান পেশ করলেন মুখ্যমন্ত্রী। একাধিক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় রাজ্যের দুর্গাপুজো নিয়ে গবেষণা পত্র প্রকাশ করলেন। রাজারহাট ও কল্যাণী-সহ চারটি আইটি পার্কের উদ্বোধন করলেন মমতা।
তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগদায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তিও উদ্বোধন করলেন মমতা।কলকাতায় ডেটা সেন্টার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যের প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের নাম রাখলেন নেতাজির নামে। রাজ্যের ছাত্রছাত্রীদের আইপিএস-আইএএস পড়ার জন্য তৈরি হল এক নতুন স্টাডি সেন্টার।
এদিন কমরেড মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে কোনও মৃত্যুই দুঃখজনক, সুজন চক্রবর্তীকে ফোন করেছিলাম। বাড়ির লোককে জানানো হয়নি কেন ? ছেলেটির পরিবার যদি মনে করে তাহলে চাকরি দিতে তৈরি রাজ্য সরকার।
একইসঙ্গে এদিন রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়েও তোপ দাগতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভোট হলেই গ্যাসের দাম কমে, তারপরে আবার বেড়ে যায়, কেন্দ্রীয় সরকারকে বলব বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বিরোধীদের দিকে অভিযোগ করে বলেন, তৃণমূলের নাম করে মিথ্যে রটানো হচ্ছে,। ফোন করে মিথ্যে কথা বলা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেককে ফোন করা হয়েছে। সেখানে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে। সাধারণ মানুষকে অনুরোধ, সব ফোন ধরবেন না। বিজেপির আইটি সেল চূড়ান্ত নোংরামো করছে। পুলিশকে বলব কঠোর পদক্ষেপ করতে।