বীরভূমের পুলিশ সুপার হলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ষষ্ঠ দফার নির্বাচনের আগে ৪ জেলার পুলিশ কর্তাদের বদলি। যা ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

চার জেলার নয়া পুলিশ কর্তাদের মধ্যে অন্যতম হলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী। নন্দীগ্রাম ভোটের দিনে বয়ালের একটি ভোট কেন্দ্রের বাইরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে তাঁর উত্তর ‘উর্দি পড়ে দাগ নেবো না’। সেই ভিডিও তোলপাড় হয় বিভিন্ন মাধ্যমে। বীরভূমের পুলিশ সুপার হলেন তিনি।

একইসঙ্গে সরিয়ে দেওয়া হল পুর্ব বর্ধমানের পুলিশ সুপার, বোলপুরের এসডিপিও এবং আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারকেও।

আরও পড়ুনঃ কাল থেকে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুলের দরজা

বিষয়টি নিয়ে টুইটারে সরব হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি লেখেন, ভোটের ৪৮ ঘন্টা আগে এবং আদর্শ নির্বাচন লাগু হওয়ার ৪৫ দিনের পর ৪ জেলার প্রশাসনিক কর্তাদের বদল করে দেওয়া হল। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে করা হল? নিশ্চয়ই না।

এর আগে একাধিক প্রশাসনিক কর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে। অনেকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলেও পরিচিত। যা নিয়ে প্রচারমঞ্চ থেকে তোপ দাগতে পিছপা হয়নি শাসক দল।

সম্পর্কিত পোস্ট