সম্ভবত বদলাচ্ছে না ভোটের সুচী, সর্বদলীয় বৈঠকে আভাস নির্বাচন কমিশনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশন। কিন্তু করোনা আবহেও বদল হচ্ছে না ভোটের সূচি। দিন বদল বা ভোটগ্রহণের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গিয়েছে।
সম্প্রতি দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন। লাগামছাড়া করোনার হাত থেকে রেহাই পেতে পঞ্চম দফার নির্বাচনের আগের দিন কমিশনের দফতরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল, বিজেপি এবং সংযুক্ত মোর্চা সহ সমস্ত দলের প্রতিনিধিরা।
বৈঠকে বাকি তিন দফার পরিবর্তে দুই দফার নির্বাচনে ভোট হওয়ার প্রস্তাব দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দফার ভোটগ্রহণ এক দফায় করা হলে মানুষের জীবন অনেক সুরক্ষিত থাকত বলে মনে করছেন অনেকেই। তবে কমিশনের অনুমোদন নিয়ে কিছু বলেননি তিনি।
তিনি আরও বলেন, প্রচার অব্যাহত রাখার কথাও আমরা বলেছি। নির্বাচনের জন্য অনেক আধাকারিকরা ব্যস্ত। এই সময় মানুষকে সর্বোচ্চ পরিষেবা দেওয়া দরকার।
আরও পড়ুনঃ করোনার কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যা বাড়াতে চলেছে রেল
তবে তিন দফার নির্বাচন এক দফায় করানোর প্রস্তাবে সায় দেয়নি বিজেপি এবং সংযুক্ত মোর্চা। বিজেপির হয়ে এদিন উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, নির্বাচন কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর পরিবর্তে রাজ্য পুলিশের মাধ্যমে নির্বাচন করানোর। কিন্তু একমাত্র কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই নির্বাচন করানোর কথা জানিয়েছেন তাঁরা।
একইসঙ্গে ভোটের দিনক্ষণ পরিবর্তনে সায় দেননি বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। তবে ভার্চুয়াল প্রচার নয়, সভা মিছিল করতে চায় গেরুয়া শিবির। তবে শুক্রবার নতুন করে কোভিড গাইডলাইন নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়নি।
এদিন সংযুক্ত মোর্চার তরফে উপস্থিত ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, নির্দিষ্ট সূচি মেনেই নির্বাচন করা হোক। একটি দলের তরফে একদিনে নির্বাচন করানোর কথা বলা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের তরফে যে পদক্ষেপ নেওয়া হবে তাই মেনে নেওয়া হবে।
বৃহস্পতিবার তিন দফার নির্বাচনের দিনক্ষণ পরিবর্তন নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে কোনও পরিবর্তন করা হয়নি।