করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা মাদ্রাজ হাইকোর্টের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য নির্বাচন কমিশন দায়ী। যেভাবে কোভিড বিধি অমান্য করে প্রতিটি রাজনৈতিক দল প্রচার এবং জনসভা করেছে তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে।
একইসঙ্গে প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজকের দিনে করোনার যে পরিস্থিতি তার জন্য একমাত্র নির্বাচন কমিশন দায়ী। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত বলে জানিয়েছেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি।
#MadrasHighCourt slams Election Commission for not stopping political parties from wanton abuse of #COVID19 protocol during rallies
CJ: You are the only institution that is responsible for the situation today.. Your election commission should be out up on murder charges probably
— Bar & Bench (@barandbench) April 26, 2021
সঠিক পদক্ষেপ না নেওয়া হলে ভোট গণনা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি। একইসঙ্গে এদিন আদালতের তরফে নির্বাচন কমিশনকে ভৎসনা করে বলা হয়, যখন নির্বাচনের প্রচার চলছিল তখন কি তাঁরা অন্য গ্রহে ছিলেন?
গণনার দিন কোভিড বিধি নিয়ে নির্বাচন কমিশন কি ভাবছে? তা নিয়ে ৩০ এপ্রিলের মধ্যে জানতে চেয়েছে মাদ্রাজ হাইকোর্ট। একইসঙ্গে এদিন আদালতের তরফে বলা হয়, মানুষের স্বাস্থ্য আগে। বেঁচে থাকলে তবেই মানুষ তাঁর অধিকার প্রয়োগ করতে পারবে। এখন বেঁচে থাকাটাই সবচেয়ে আগে। বাকি সমস্ত কিছু দ্বিতীয় স্থানে।