এবার ফিরহাদ হাকিমকে নোটিশ নির্বাচন কমিশনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। যা আদর্শ আচরণবিধির পরিপন্থী। ২৪ ঘন্টার মধ্যে নোটিশের জবাব চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। উত্তর না মিললে নেওয়া হতে পারে কঠিন পদক্ষেপ।
সম্প্রতি নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অশালীন মন্তব্য করতে দেখা যায় রাজ্যের বিদায়ী মন্ত্রীকে। সেই ভিডিও নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে অভিযোগ জানিয়েছেন বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের তরফে জানানো হয়েছে, আদর্শ আচরণবিধির সমস্ত নিয়ম লঙ্ঘন করেছে ফিরহাদ হাকিম। আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর না মিললে কড়া পদক্ষেপ নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে।
আরও পড়ুনঃ নেই ভ্যাক্সিন, দিকে দিকে জারি বিক্ষোভ ….
যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর শুরু থেকেই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম। চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাঁকে, দাবী কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের। ভিডিওতে ব্যবহার করা শব্দ তিনি ব্যবহার করেননি বলে জানা গিয়েছে।
রাজ্যে সপ্তম দফার নির্বাচনে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ছিলেন ফিরহাদ হাকিম। ভোটের দিন নিজের বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গা ঘুরে দেখেন তিনি। তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগের প্রেক্ষিতে কি জবাব দেবেন ফিরহাদ হাকিম? সেই দিকে নজর থাকবে সকলের।