রাজ্যে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলা সাতটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। এনআই সূত্রের খবর, কোচবিহার, কলকাতা দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়া জেলার নির্বাচনী আধিকারিকদের ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাব। উপ নির্বাচনের কথা মাথায় রেখেই ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজ্যে এই মুহূর্তে ৭ টি কেন্দ্রে উপ নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গে বিধানসভা  ভোটের ফল ঘোষণা হয়েছে ২ মে। নিয়ম অনুযায়ী নভেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে। তালিকায় রয়েছে ভবানীপুর কেন্দ্রটি। যেখান থেকে প্রতিদ্বন্দিতা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া খড়দহ, সামশেরগঞ্জ, জঙ্গিপুর, দিনহাটা, শান্তিপুর, গোসাবার আসন খালি রয়েছে। প্রসঙ্গত দেশজুড়ে মোট ২০টি আসনের উপনির্বাচন হওয়ার কথা। সেগুলি একসঙ্গে করতে চায় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজ্যের রিপোর্ট ইতিমধ্যেই সংগ্রহ করতে শুরু করেছে নির্বাচন কমিশন।

পর্যটন কেন্দ্রগুলিতে কড়া বিধিনিষেধ পালনের নির্দেশ মুখ্যসচিবের

কোন রাজ্যে কোভিডের কি পরিস্থিতি তা খতিয়ে দেখছেন কমিশনের আধিকারিকরা। উপ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল। দেখা করার পর সাংবাদিকদের সামনে সাংসদ সুদীপ মুখোপাধ্যায় জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছেন দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে।

৭ সদস্যেক প্রতিনিধি দলে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং সুখেন্দু শেখর রায়। ভোট প্রচারে কম সময় পেলে আপত্তি নেই কমিশনকে এমনটাই জানিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সাংবিধানিক সংকট চায়না নির্বাচন কমিশন। তাই তারা সদর্থক ভূমিকা পালন করার আশ্বাস দিয়েছেন।“

সম্পর্কিত পোস্ট