দোলের পরেই জারি হবে পুর ভোটের বিজ্ঞপ্তি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি মাসের তৃতীয় সপ্তাহেই জারি হতে পারে পুরভোটের বিজ্ঞপ্তি। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফে ভোটের প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। ভোটের নির্ঘণ্ট স্থির করতে চলতি সপ্তাহেই নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হবে।

এর আগেই নিয়মমাফিক পুর ও নগর উন্নয়ন মন্ত্রকের চিঠি দিয়ে ভোটের দিনক্ষণ জানতে চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। চলতি সপ্তাহেই রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা কে চিঠি দেওয়া হবে। এমনটাই খবর কমিশন সূত্রের। রাজ্য সরকার কবে পুরসভার ভোট করাতে চায় তা ওই চিঠিতে জানতে চাওয়া হবে। তারপরেই জারি হবে পুরভোটের বিজ্ঞপ্তি।

আরও পড়ুনঃ বাংলার গর্ব মমতা’য় কখনই সিলমোহর দেবে না বাঙালি

নবান্নের সূত্রের খবর মুখ্য সচিব বর্তমানে মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলা সফরে রয়েছেন। তিনি ফিরলেই কমিশনের তরফে চিঠি দেওয়া হবে। ব্যালটেই হতে পারে পুরসভা নির্বাচন।

পুরসভার প্রস্তুতি নিয়ে বুধবার হাওড়া, দুই ২৪ পরগণা এবং দার্জিলিং বাদ দিয়ে বাকি ১৮ জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন। এছাড়াও ভোটের প্রস্তুতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে সূত্রের খবর।

কিছুদিন আগেই দুই ২৪ পরগণা এবং হাওড়া জেলাশসকদের নিয়ে বৈঠক করেছেন নির্বাচন কমিশন। সেদিনেই পুর ভোট সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ তাঁদের দেওয়া হয়েছে। তাই এবার তাঁদের আর ডাকা হচ্ছে না। বৈঠকে থাকছে না কালিম্পংও।
সোমবার “বাংলার গর্ব মমতা” ইভেন্ট সুচনার পর, মঙ্গলবার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই আর্থিক দুর্নীতির অভিযোগ বিধায়কের বিরুদ্ধে

ঠকে উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি এবং নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। ১২ এপ্রিলের পরিবর্তে ১৯ এপ্রিল কলকাতা পুরসভা নির্বাচনের সম্ভাবনা প্রকাশ করে তৃণমূল।

সম্পর্কিত পোস্ট