রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে শুরু হল কর্মসংস্থান মেলা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুরের কালেক্টরেট প্রাঙ্গণে শুরু হলো দ্বিতীয় বর্ষ কর্মসংস্থান মেলা।

এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক ডাঃ রেশমি কোমল।

আরও পড়ুনঃআইনভঙ্গের জরিমানায় ৫০ শতাংশ ছাড়, ঘোষণা পরিবহণ দফতরের

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত প্রতিমা দাস, ADM জেলাপরিষদ সৌর মন্ডল, ADM ভূমি সংস্কার দপ্তর উত্তম অধিকারী, মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ, জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়, প্রদ্যুৎ ঘোষ সহ বিভিন্ন বণিক সংগঠনের কর্মকর্তারা।

এবার ১২ টি সংস্থার ৩৭০ টি আসনের কর্মী নিয়োগের জন্য ৪৬০০ জন কর্মপ্রার্থী আবেদন করেছেন বলে জানা গেছে।

রবিবার যোগ্য ৩৭০ জন কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানান জেলাশাসক।

সম্পর্কিত পোস্ট