বিদায় নেবে শীত, বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

কলকাতায় আপাতত পরিস্কার থাকবে আকাশ। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বসন্তকাল এসে গিয়েছে। মাঝরাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও শীত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা খানিকটা বাড়বে। ধীরে ধীরে বিদায় নেবে শীত।

কলকাতায় আপাতত পরিস্কার থাকবে আকাশ। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।

আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। সিকিমে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত।

আরও পড়ুনঃ ভালোবাসার দিনে শহর কলকাতায় শহীদ স্মরণ

পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরেই ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। তবে অন্যান্য মরসুমের তুলনায় এবারে অনেকটাই দীর্ঘস্থায়ী হয়েছে শীত।

তবে এবারে হয়ত পাকা পাকি ভাবেই বিদায় নিতে চলেছে শীত এমনটাই আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে। তবে একবারে চলে না গেলেও আগামী কদিন কলকাতা এবং দক্ষিণবঙ্গে বজায় থাকবে শীতের আমেজ।

অন্যদিকে আফগানিস্তান, কর্ণাটক ও মহারাষ্ট্রে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত।এর ফলে তাপমাত্রার কিছুটা হেরফের হলেও আর বঙ্গে জাঁকিয়ে পড়বে না ঠাণ্ডা, এমনটাই জানা যাচ্ছে আগামীকালের আবহাওয়ার খবরে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতে সকালের দিকে থাকবে হালকা কুয়াশা। তবে বাংলার আকাশ থাকবে পরিষ্কার।

এছাড়া পাঞ্জাব, ওড়িশা, বিহার, ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় হতে পারে শৈত্য প্রবাহ।

সম্পর্কিত পোস্ট