মহামারী মিউকরমাইকোসিস, ঘোষণা রাজস্থান সরকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা থাবায় জর্জরিত গোটা বিশ্ব। বেনজির এই পরিস্থিতির মাঝে নতুন উদ্ভব হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমনের। যাকে বলা হয় মিউকরমাইকোসিস। বিশেষত কোভিড সংক্রমণ থেকে সদ্য সেরে উঠেছেন এমন রোগীর দেহে থাবা বসাচ্ছে এই রোগ।

দিল্লি,গুজরাট আমেদাবাদ, বিহারের পর রাজস্থানে ব্ল্যাক ফাঙ্গাস বিস্তার শুরু করেছে।
বুধবারই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে রাজস্থান সরকার। স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা জানিয়েছেন ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া শুরু করেছে রাজ্য সরকার।

জয়পুরের সোয়াই মানসিং হাসপাতলে তৈরি হয়েছে বিশেষ ওয়ার্ড। এছাড়াও দ্রুত আড়াই হাজার ডোজ প্রতিষেধক কিনে প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসার জন্য।

করোনা গ্রাসে রীতিমতো লন্ডভন্ড রাজস্থান। চিকিৎসা পরিকাঠামো থাকার সত্বেও কভিড পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে মিউকরমাইকোসিসের আগমন নতুন করে চিন্তার ভাঁজ খেলছে চিকিৎসকদের কপালে।

করোনা রোগীরা সাবধান, দুর্বল শরীরে বাসা বাঁধছে মারণরোগ মিউকরমাইকোসিস

যদিও রোগ ছোঁয়াচে নয়। তাও করোনা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তৈরি হচ্ছে বিশেষ ঝুঁকি। তাই আগে থেকেই সাবধানতা অবলম্বন করে এই নয়া সংক্রমণকে মহামারী হিসেবে ঘোষণা করে দিয়েছে রাজস্থান সরকার।

ইতিমধ্যেই 50 জনের বেশি মানুষের শরীরে মিউকর মাইকোসিস শনাক্ত করা গিয়েছে মধ্যপ্রদেশে। সর্তকতা জারি করা হয়েছে গোটা রাজ্যে। সংক্রমণ রুখতে প্রাথমিকভাবে ভোপালের গান্ধী মেডিকেল কলেজ এবং জব্বলপুরের সুভাষচন্দ্র বসু মেডিকেল কলেজে দুটি বিশেষ ওয়ার্ড খোলা হয়েছে। প্রতি ওয়ার্ডে থাকছে দশটি করে বেড। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে মধ্যপ্রদেশ সরকারের তরফে।

সম্পর্কিত পোস্ট