দক্ষিণবঙ্গে শীতের আমেজ আপাতত উধাও, সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উধাও উত্তরে হাওয়া। শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গে শীতের আমেজ আপাতত উধাও বললেই চলে। রাতের দিকে তাপমাত্রা বাড়তে পারে। আগামী কয়েকদিন এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। চেন্নাই উপকূলের কাছে স্থলভাগে ইতিমধ্যেই প্রবেশ করেছে। যার জেরে রবিবার থেকে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা সোমবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে।
বিএসএফ-র এক্তিয়ার বৃদ্ধির বিষয়ে বুধবার বিধানসভায় আলোচনা
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে সপ্তাহান্তে মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। তেমনি বাড়বে কুয়াশার দাপট। নিম্নচাপ সরাসরি প্রভাব না ফেললেও পরোক্ষভাবে পূবালী হওয়ায় প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকতে পারে রাজ্যে। যার জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে সপ্তাহের শেষের দিকে।
পূবালী হাওয়া এবং নিম্নচাপের ফলে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তাতে ভারী বৃষ্টি হচ্ছে তামিলনাড়ু অন্ধপ্রদেশ সহ পার্শ্ববর্তী অঞ্চলে।