Ethics committee: কবে পেশ হবে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট ? ‘ধীরে চলো’ নীতি নিয়েছে বিজেপি ?

আপাত স্বস্তিতে কৃষ্ণনগরের সাংসদ।

সংসদে শীতকালীন অধিবেশন শুরু হওয়ায় হবে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ সংক্রান্ত এথিক্স কমিটির (Ethics committee) রিপোর্ট পেশ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সোমবারের পর মঙ্গলবার , অধিবেশনের দ্বিতীয় দিনেও সেই রিপোর্ট পেশ হবে না বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবেই আপাত স্বস্তিতে কৃষ্ণনগরের সাংসদ।

সংসদ সূত্রে খবর , এদিন জম্মু-কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল, ২০২৩ লোকসভায় পেশ হবে। বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত, কাশ্মীরি শরণার্থী এবং তফশিলি জাতিদের রাজনীতিতে অংশগ্রহণের অধিকার দেওয়ার লক্ষ্যেই এই বিলটি আনা হচ্ছে। তাঁদের অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে উন্নীত করাই লক্ষ বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

আরও খবর- হিমাচলের ভাগ্যে মধ্যপ্রদেশের পরিণতিই নাচছে!

Ethics committee: কবে পেশ হবে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট ? ‘ধীরে চলো’ নীতি নিয়েছে বিজেপি ?

এথিক্স কমিটি তদন্ত করে কী পেয়েছে, তাদের রিপোর্টে কী রয়েছে বা মহুয়া দোষী হলে কী শাস্তির সুপারিশ তারা করছে , এ সবই গোপন থাকার কথা। কিন্তু মহুয়ার বিরুদ্ধে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ অভিযোগে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট আর গোপন নেই। এথিক্স কমিটি যে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে তা আগেই জানা গিয়েছিল। সূত্রের খবর, মহুয়ার বিষয়ে আপাতত খানিক ‘ধীরে চলো’ নীতি নিয়েছে বিজেপি। একটি সূত্রের দাবি, আগামী বৃহস্পতিবার রিপোর্টটি লোকসভায় পেশ করা হতে পারে। কেন ওই সিদ্ধান্ত নেওয়া হল, সে বিষয়ে একাধিক জল্পনা রয়েছে।

সম্পর্কিত পোস্ট