বনধের পরেও কাটল না জট, বুধবার ফের বৈঠকে কৃষক সংগঠনগুলি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার সন্ধায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে মধ্যরাত অবধি বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু কোনও রফাসূত্র বের হল না।
বরং বুধবার পুর্ব সূচী অনুযায়ী কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে কৃষক সংগঠনগুলির বৈঠক বাতিল করা হয়েছে। বুধবার নিজেদের মধ্যে ফের বৈঠকে বসতে চলেছে কৃষক সংগঠনগুলি৷
সূত্রের খবর, এদিনের বৈঠকেও কৃষি আইনে পরিবর্তনের কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু কৃষি আইন প্রত্যাহারের দাবীতে অনড় থাকলেন কৃষক নেতারাও।
সর্বভারতীয় কিশান সভার সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা জানিয়েছেন, বুধবার কেন্দ্রের সঙ্গে কোনও বৈঠক হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বুধবার সমস্ত কৃষক সংগঠনের নেতৃত্বকে প্রস্তাব পাঠানো হবে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-movement-will-continue-till-the-agricultural-law-is-repealed-becharam-manna/
বুধবার সিঙ্ঘু বর্ডারে ফের বৈঠকে বসতে চলেছে কৃষক সংগঠনগুলি। প্রায় ১৪ দিনের মাথায় পড়ল কৃষকদের আন্দোলন। জমায়েত হয়েছেন কয়েক লক্ষ কৃষক
এর আগে পঞ্চমবার কৃষকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। বারবার কৃষি আইনে বেশ কিছু পরিবর্তনের কথা উল্লেখ করেন তিনি। কিন্তু তা কিছুতেই মানতে রাজি নন কৃষকরা। আর মঙ্গলবার কৃষকদের নিজেদের জায়গা থেকে টলাতে ব্যর্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বনধের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে বৈঠকের প্রস্তাব ভীষণ তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছিল। কিন্তু লাভের লাভ কিছু হল না।