মধ্যরাতেও রণক্ষেত্র নিজাম প্যালেস, নিরাপত্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : নাটকীয়তার আরও এক অধ্যায় শুরু হল মধ্যেরাতেই। সোমবার মধ্যরাতে চার হেভিওয়েট নেতার গ্রেফতারির পরেই ফের নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা৷ নিজাম প্যালেসের বাইরে এবং ভিতরে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে গোটা এলাকা। চলছে মাইকিংয়ের মাধ্যমে প্রচার৷

সোমবার সন্ধ্যায় ব্যাঙ্কশাল কোর্ট ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জী এবং মদন মিত্রের জামিনের আবেদন মঞ্জুর করলেও তা খারিজ করে দেয় হাইকোর্ট। আগামী বুধবার পরবর্তী শুনানি ততদিন জেলেই থাকবেন চার নেতা।

এদিন ব্যাঙ্কশাল কোর্ট জামিন মঞ্জুর করলেও চার নেতাকে নিজাম প্যালেসে রেখেই হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। এদিন হাইকোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে চলে শুনানি। মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানায় সিবিআই।

মনে করা হচ্ছে চার নেতাকে বন্দী অবস্থাতেই ভুবনেশ্বর অথবা গুয়াহাটি আদালতে নিয়ে যাওয়া হতে পারে। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া চার নেতার মুক্তি সম্ভব নয়। চার নেতার জামিনের আর্জি শোনা হলেও মামলা সরানোর আর্জি পরবর্তী শুনানিতে হবে বলে জানিয়েছে আদালত।

ইতিমধ্যেই চার নেতাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। তাঁদের সমস্ত মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। প্রেসিডেন্সি জেলের সামনে উপস্থিত হয়েছেন তৃণমূল কর্মীরা। সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

সম্পর্কিত পোস্ট