মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও তাঁর কাট আউটেই নির্ধারিত সময়ে সভা হবে- অশনী মুখোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ রাত ৮ টা থেকে আগামীকাল রাত ৮ টা পর্যন্ত প্রচার করতে পারবেনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্ররোচনামূলক মন্তব্যর অভিযোগে মমতার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছেন নির্বাচন কমিশন। অন্যদিকে আগামীকাল বারাসাতে ও স্বরূপনগরে জনসভায় উপস্থিত থাকার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে জনসভায় আসতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বিষয়ে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অশনি মুখোপাধ্যায় জানান, নির্ধারিত দিনে এবং নির্ধারিত সময়ে সভা হবেই। গত ১০ বছরে তিনি যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম করেছেন তার জন্য আলাদা করে কোনো প্রচারের দরকার পড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত প্ল্যাকার্ড এবং কাটাউটই যথেষ্ট।

তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে রোখা যাবে না। ভোটবাক্সে এর জবাব দেবেন আমজনতা। ভোটের ফলাফলে তা স্পষ্ট হয়ে যাবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর সন্তোষজনক না হওয়ায় সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত ২৪ ঘন্টার জন্য তৃণমূল সুপ্রিমোর ভোট প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। এই খবর প্রকাশে আসতেই এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ।

বড় খবর- মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের

তিনি বলেন,’বিজেপির শাখা সংগঠন নির্বাচন কমিশন, স্বেচ্ছাচারী ও হিটলারি কায়দায় ভোট করতে চাইছে। যেখানে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী তারা বুলেটের ডগায় মানুষকে আতঙ্কিত করতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বারবার প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন বলে বিজেপির শাখা সংগঠন নির্বাচন কমিশন অত্যন্ত কুৎসিতভাবে তার কণ্ঠরোধ করার চেষ্টা করল। যেখানে রাহুল সিনহা, দিলীপ ঘোষ, সায়ন্তন বসু তারা প্রত্যেকে বারবার প্ররোচনামূলক কথা বলে যাচ্ছেন।

তিনি বলেন, অত্যন্ত কুৎসিতভাবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে, সেখানে যিনি প্রতিবাদ করছেন তাকে বিজেপির রাজনীতি দিয়ে থামানোর চেষ্টা করা হল। এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। বাংলার মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দেবেন। নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনের ভূমিকা পালন করে চলেছে।

এদিকে কমিশনের এই ঘোষণার কথা প্রকাশ্যে আসতেই তৃণমূলের তরফ থেকে তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন জানিয়ে দেন। ১২ ই গণতন্ত্রের জন্য কালো দিন। নির্বাচন কমিশন চূড়ান্ত আপস করেছে। তারা এখন মোদি-শাহ কমিশন। আমরা সব সময় জানতাম বাংলায় আমরা জিতছি।

এদিকে কমিশনের এই সিদ্ধান্তের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন। নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের কারণে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট