৫০ নয়, রাজ্যের প্রত্যেক দুর্গাপুজো কমিটি এবার পাবে ৬০ হাজার টাকা অনুদান , ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্তিকে সামনে রেখে এবার রাজ্যে পুজো কমিটি গুলিকে দেওয়া সরকারি অনুদান ও সুযোগ সুবিধার পরিমাণ বাড়ানো হচ্ছে। ৫০ হাজারের বদলে এবার রাজ্যের প্রত্যেক পুজো কমিটি ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান পাবে।

রাজ্যের ৪০ হাজারের বেশি স্বীকৃত পুজো কমিটি এই অনুদান পাবে বিদ্যুতের বিলেও তাঁদের ৫০ এর বদলে ৬০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। পাশাপাশি দমকলের খরচ মুকুব সহ অন্যান্য ছাড় বহাল থাকবে।

নির্বাচনের আগে পঞ্চায়েত এলাকার নিকাশি ব্যবস্থার উন্নয়নে বাড়তি নজর রাজ্যের

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ বিভিন্ন পুজো কমিটি ও প্রশাসনের কর্তাদের সঙ্গে আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে এক সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন। দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্তির জন্য পুজো আয়োজকদের অবদানের কথা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন।

এদিকে রাজ্য সরকারি কর্মীরা এ বার ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা ১১ দিন পুজোর ছুটি পাচ্ছেন। কলকাতায় প্রতিমা নিরঞ্জন পর্ব চলবে ৫ থেকে ৮ অক্টোবর। আট তারিখ কলকাতার রেড রোডে বিসর্জন কার্নিভাল হবে। জেলায় প্রতিমা নিরঞ্জন পর্ব চলবে ৫ থেকে ৭অক্টোবর।

সম্পর্কিত পোস্ট