ত্রিপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে মানিকের আহ্বান, যুবদের মধ্যে সাড়া
দ্য কোয়ারি ডেস্ক: বিজেপির আমলে রাজ্যে গণতন্ত্র নেই। পুনরায় গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। এমনই আহ্বান করলেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিপিআইএমের উগ্যোগে বিভিন্ন রক্তদান শিবির কেন ভেঙে দিচ্ছে শাসক বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এই প্রশ্ন তুলেছেন মানিকবাবু।
সোমবার বাম সংগঠনের উদ্যোগে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে মানিক সরকার বলেন,
ছাত্র যুবকদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মানিক সরকার বলেছেন, রাজ্যে বর্তমানে ফ্যাসিস্ট সুলভ সরকার চলছে। মানুষকে সংগঠিত করে এই ফ্যাসিস্ট সুলভ অত্যাচার থেকে বেরিয়ে আসতে হবে। যোগেন্দ্রনগর, বনকুমারি, আড়ালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তিনি।
তিন পড়ুয়াকে বরখাস্তের প্রতিবাদ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ পড়ুয়াদের
সিপিআইএম জানিয়েছে, সোমবার রাজ্যের অন্যতম বাম নেতা অজিত রায় চৌধুরীর শহিদ দিবস পালন করা হয়েছে। তিনি ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা। ১৯৮৯ সালে খুন হয়েছিলেন অজিত রায় চৌধুরী। সেই বছর ৩০ আগস্ট ভারত বনধের দিন তাঁকে খুন করা হয়। রাজ্যে তখন কংগ্রেসের সরকার।
সিপিআইএমের অভিযোগ, কংগ্রেস সরকারের আমলে ত্রিপুরার পঞ্চায়েতগুলি ভেঙে দেওয়া হয়। পঞ্চায়েত ভেঙ্গে দেওয়ার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন অজিত রায়। এর পরেই তাঁকে খুন করা হয়। পরবর্তী নির্বাচনে কংগ্রেসের পরাজয় হয়। ত্রিপুরায় বামফ্রন্ট সরকার আসে। সেই সরকারের পতন হয় গত ২০১৮ সালে। টান ২৫ বছর ক্ষমতায় ছিলেন মানিক সরকার।