স্থিতিশীল মনমোহন সিং, রয়েছে জ্বর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার সন্ধ্যেবেলায় শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাতে এইমসের পক্ষ থেকে জানানো হয় এই প্রবীণ কংগ্রেস নেতার জ্বর আছে। সেই সঙ্গে শারীরিক দুর্বলতাও ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালের খবর মনমোহন সিংয়ের জ্বর থাকলেও স্থিতিশীল রয়েছেন তিনি।
চলতি বছরে দেশে করোনার দ্বিতীয়ত ঢেউয়ের সময় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দু’বারের প্রাক্তন প্রধানমন্ত্রী। যদিও পরবর্তীকালে খুব দ্রুত সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন। এবারে চিকিৎসকরা জানিয়েছেন শরীরের জ্বর থাকলেও করোনায় আক্রান্ত নন মনমোহন সিং।
কংগ্রেস সূত্রে খবর মঙ্গলবার থেকেই জ্বর ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর। বুধবার বিকেল পর্যন্ত জ্বর না কমায় পারিবারিক চিকিৎসকের পরামর্শেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে এইমসে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করার কথা বলেন। সেই মত হাসপাতালে ভর্তি হন বর্তমানে রাজস্থান থেকে রাজ্যসভার সংসদ মনমোহন সিং।
তাঁর সুস্থতা কামনা করে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী টুইট করে লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজীর দ্রুত সুস্থতা কামনা করি। ঈশ্বর ওনাকে সুস্বাস্থ্য় দিক।” কংগ্রেসের তরফেও তাদের টুইটার থেকে মনমোহন সিংয়ের অসুস্থতার কথা জানিয়ে সুস্বাস্থ্যের কামনা করা হয়েছে।