কেন টিম PK হাউস অ্যারেস্ট ? ত্রিপুরায় ‘জঙ্গল রাজ’ চলছে: মানিক সরকার
CPIM নেতা মানিকের হুঙ্কারে বিস্মিত TMC নেত্রী মমতা
দ্য কোয়ারি ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোরের আই প্যাক সংস্থার কর্মীরা কেন হাউস অ্যারেস্ট। প্রশ্ন তুলেছেন এই রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিটব্যুরো শীর্ষ নেতা মানিক সরকার।
সাংবাদিক সম্মেলনে টানা কুড়ি বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ সামলানো মানিকবাবুর দাবি, রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে বিরোধী রাজনৈতিক পক্ষকে হেনস্থা হতে হয়নি। বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে রাজ্যে জঙ্গল রাজ চলছে।
মানিক সরকারের সাংবাদিক সম্মেলনের পর ত্রিপুরায় প্রবল আলোড়ন পড়েছে। গত কয়েকবছর ধরেই মানিকবাবু সহ বিরোধী দল সিপিআইএম রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার জন্য বিজেপিকে দায়ি করে আসছে। বামফ্রন্টের অভিযোগ, সন্ত্রাস কায়েম করে ত্রিপুরায় নিজেদের ব্যর্থতা ঢাকতে মরিয়া বিজেপি ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
গত বিধানসভা ভোটে ফলাফল ঘোষণার ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা দিয়ে রাজনৈতিক হামলা শুরু হয় ক্ষমতা হারানো সিপিআইএম সদস্যদের উপর। প্রতিক্ষেত্রে অভিযুক্ত হয়েছে বিজেপি। লেনিন মূর্তি ভাঙার প্রতিক্রিয়ায় দেশজুড়ে বিভিন্ন মনীষীদের মূর্তি ভাঙচুর হতে থাকে। পরে কলকাতায় বিজেপির রাজনৈতিক শ্রষ্টা হিসেবে পূর্বতন জনসংঘ নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির উপর হামলার জেরে কেন্দ্রীয় সরকার নড়েচড়ে বসে। ত্রিপুরার ঘটনা দুঃখজনক বলেন প্রধানমন্ত্রী মোদী।
তবে রাজনৈতিক হামলায় বহু বিরোধী বাম নেতা কর্মীরা বারবার আক্রান্ত, সাংবাদিক খুন, রাজনৈতিক খুন সবমিলে ত্রিপুরা গত বিধানসভা ভোটের পর থেকে বারবার রক্তাক্ত হয়েছে। সিপিআইএমের অভিযোগ, গত তিন বছরে প্রতিশ্রুতি মতো কর্মসংস্থান ও বাড়ি বাড়ি চাকরি দিতে পারেনি বিজেপি। ব্যর্থতার সরকার চলছে।
এদিকে আসন্ন ত্রিপুরা বিধানসভা ভোটের আগে রাজনৈতিক হাওয়া গরম। পশ্চিমবঙ্গে টানা তিনবার জয় পেয়ে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার রাজনৈতিক অভিযান শুরু করতে চলেছে। ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাক সংস্থা আগরতলায় আসতেই রাজনৈতিক হাওয়া আরও উত্তপ্ত হয়। সোমবার থেকে হোটেলে বন্দি এই সংস্থার কর্মীরা। তৃণমূল নেত্রী মমতার নির্দেশে বুধবার আগরতলায় আসছেন টিএমসির পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীরা।