বুধবার পরীক্ষার সুচি ঘোষণা বাতিল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সুচি ঘোষণার কথা ছিল বুধবার দুপুরে। বাতিল করা হয়েছে সেই বৈঠক। বুধবার ঘোষণা হচ্ছে না পরীক্ষার সুচি।
শিক্ষা দফতর সূত্রে খবর, মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কি না তা নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
করোনা পরিস্থিতিতে পরীক্ষা হবে কি না তা নিয়ে পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, চিকিৎসক এবং শিশু অধিকার কমিশন, মনোবিদরা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২২ লক্ষ৷ এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব কিনা তা ঠিক হবে খুব শীঘ্রই।
কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন জুলাইয়ের শেষের দিকে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ অগাস্টের মাঝামাঝি হবে মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরেই বুধবার বৈঠক করে সুচি ঘোষণার কথা ছিল। তা বাতিল করা হল৷
ইতিমধ্যেই সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিল করেছে কেন্দ্র।