শুভেন্দু অধিকারীর আর তৃণমূলে থাকাই উচিৎ না, এটা আত্মমর্যাদার লড়াইঃ সৌমিত্র খান
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে ক্ষমতা দখলের অস্থিরতা শুরু। তামাম পশ্চিমবঙ্গবাসী কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে রাজ্যের রাজপাট সেই দলের হাতে তুলে দেবেন তা এখনই বলা সম্ভব নয়। একদিকে বিশ্বভারতী ইস্যু তো অন্যদিকে করোনা আবহে নতুন দাবার বোড়ে জেইই ও নিট পরীক্ষা। একে অপরকে জমি ছাড়তে নারাজ উভয়পক্ষই। তারই মাঝে আবার চলছে রংবদলের পালা। এই ডামাডোলের মাঝেই আমরা কথা বলেছিলাম বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানের সঙ্গে। তুলে ধরলাম সেই সাক্ষাৎকার।
প্রশ্ন ১. ১৫ আগস্ট খানাকুলে বিজেপি কর্মীর মৃত্যুর পর আপনাকে দেখা গেল মস্তক মুন্ডন করে রাজ্যের ৯০ হাজার বিজেপি কর্মীর হাতে ত্রিশূল তুলে দেবেন প্রতিজ্ঞা বদ্ধ হলেন। বিধানসভা নির্বাচনের আগে এটাই কি আপনার নতুন রণকৌশল?
উত্তর১: রাজ্যের দিকে দিকে অরাজকতা চলছে। বিশ্ব ভারতি নিয়ে রাজনীতি চলছে। স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা তুলতে বাধা দেওয়া হচ্ছে। খুন করা হচ্ছে বিজেপি কর্মীদের। তাই অশুভ শক্তির হাত থেকে বাঁচতে, আত্মরক্ষার স্বার্থে তাদের হাতে ত্রিশূল তুলে দিয়েছি। কারণ ত্রিশূল হল শুভ শক্তির প্রতীক। সেই কারণেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। পুলিশের সামনেই মার খাচ্ছেন মানুষ। মার খাচ্ছেন বিজেপি কর্মীরা। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
প্রশ্ন ২. বিশ্বভারতীর ঘটনা প্রসঙ্গে আপনার মতামত কি ?
উত্তর২. রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য নিয়ে রাজনীতি করছে তৃণমূল। শান্তিনিকেতনের ১০০ মিটার দূরে জেসিবি লাগিয়ে পাঁচিল ভাঙ্গা হচ্ছে। সেখানে পুলিশ কিচ্ছু করতে পারছে না। রাজ্যের গণতন্ত্র সম্পূর্ণ বিপর্যস্ত।
প্রশ্ন ৩. কথা প্রসঙ্গে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আপনি । পুলিশ কি তাহলে সত্যি শাসকদলের কাছে আত্মসমর্পণ করেছে?
উত্তর৩. কিছু মুষ্টিমেয় পুলিশ অফিসার আছেন যারা শাসকদলের কথায় চলছেন। এতে তারা সমগ্র পুলিশ সমাজের অপমান করছেন। জেলা প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট এর কথায় পুলিশ চালিত হচ্ছে। যা কখনোই কাম্য নয়।
প্রশ্ন ৪. পূর্ব মেদিনীপুরে যুব সভাপতি পদ নিয়ে বিভ্রাট দেখা গিয়েছিল কিছুদিন আগে। তৃণমূল যুব সভাপতির নাম নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল দলেরই অন্দরে। পোষ্টার পড়ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এই ঘটনাকে কি বলবেন ?
উত্তর৪. তৃণমূল কংগ্রেস দল টা কোনো রাজনৈতিক দল নয়। এই দল টা এখন পিসি ভাইপোর দলে পরিণত হয়েছে। যেকোনো শিক্ষিত মানুষ, যারা রাজনীতি বোঝেন তাদের ওই দলে থাকা উচিত না।
প্রশ্ন ৫. শুভেন্দু অধিকারী কে নিয়ে এই মুহূর্তে উত্তাল বঙ্গ রাজনীতি। আপনারা একসময়ে একই রাজনৈতিক দলের হয়ে একসঙ্গে কাজ করেছেন। এই বিষয়ে আপনার মতামত কী?
উত্তর৫. তৃণমূল কংগ্রেসে কোনো নেতা ভাল কাজ করলে তাঁকে স্বীকৃতি দেওয়া হয় না। নেতা হিসাবে নয়, বরং ব্যবহার করা হয় একজন কর্মচারীর মত। শুভেন্দু অধিকারির মত বিচক্ষণ মানুষদের আর তৃণমূলে থাকাই উচিত নয়। আমার মনে হয় ভাবনা চিন্তা করার সময় এসে গেছে। উনি একজন লড়াকু নেতা। এটা ওনার আত্মমর্যাদার লড়াই। আমরা যখন একসঙ্গে দল করেছি তখন খুব কাছ থেকে ওনার লড়াই দেখেছি। একনায়কতন্ত্র চলছে যে দলে সেখানে ওনার থাকাই উচিত না। যারা তৃণমূল করছেন এখনো, তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ন্যাড়া মাথা করতেই হবে। আমি চাই শুভেন্দু অধিকারীর সুমতি ফিরে আসুক।
‘নিঃশর্তে ফিরতে হলে ফিরুন, নয়তো নয়’- শোভন কে স্পষ্ট বার্তা তৃণমূলের
প্রশ্ন ৬. উনি কি সত্যি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন ?
উত্তর৬. এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। উনি বিচক্ষণ মানুষ। নিশ্চই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন।
প্রশ্ন৭. টেট, এস এস সি প্রসঙ্গে তৃণমূলের সদ্য দায়িত্ব প্রাপ্ত দেবাংশু ভট্টাচার্য বলছেন যাদের এখনো নিয়োগ হয়নি তাদের বার্ধক্য ভাতা দেওয়া হবে। কি বলবেন?
উত্তর৭. পশ্চিমবঙ্গে পাঁচ বছর ধরে এস এস সি হয়নি। টেট পরীক্ষার নিয়োগ হয়নি।কোনো সেক্টরে কোনো নিয়োগ নেই। ১৪ বছর ধরে রাজনীতি করছি। সেখানে দুদিনের বাচ্চা ছেলে কি বলল তা কোনো ম্যাটার করে না। দেবাংশুর রাজনীতির পাঠটাই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুতো বয়ে উপরে উঠছেন। কাজেই পাগল ছাগল কী বলল তাতে কিছু যায় আসেনা। তৃণমূলের দুর্নীতি আমরা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব।
সবশেষে সৌমিত্র খান জানালেন ভারতীয় জনতা পার্টি মানুষের উন্নতি সাধনে কাজ করবে। রাজ্যসভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় নেতৃত্ব মুকুল রায়ের পরামর্শে আগামীদিনে তারা কাজ করবেন।