২ থেকে ১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড়পত্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ 18 বছরের উর্ধ্বে করোনা টিকা প্রয়োগের জন্য এখনো পর্যন্ত তিনটি প্রতিষেধক রয়েছে দেশের হাতে। যার মধ্যে দুটি প্রতিষেধক দিয়ে টিকাকরণের কাজ শুরু হয়ে গিয়েছে।

কিন্তু 18 বছরের কম বয়সীদের ক্ষেত্রে টিকাকরনের কী হবে , তা নিয়েই ক্রমশ উদ্বেগ প্রকাশ করছিলেন চিকিৎসকেরা। অন্যদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে। আক্রান্ত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে শিশুদের।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2 থেকে 18 বছর বয়সীদের ওপর কোভ্যাকসিনের টিকা ট্রায়াল করার অনুমতি পেল ভারত বায়োটেক। পিটিআই সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে দুই বছর বয়সী শিশুদেরও কোভ্যাকসিন প্রতিষেধক দেওয়া যাবে।

এর আগে 12 বছরের উর্ধ্বে ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেক। তারপরেই শিশুদের ওপর ক্লিনিকাল ট্রায়াল শুরু করতে যে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে আবেদন করেছিল ভারত বায়োটেক।

এ বিষয়ে বৈঠকে বসেন বিশেষজ্ঞরা। তারপরই শিশুদের ওপর প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি ছাড়পত্র মেলে।

নদীতে ভেসে আসছে একের পর এক মৃতদেহ, আতঙ্ক মধ্যপ্রদেশে

সূত্র মারফত জানা গিয়েছে, দ্বিতীয় পর্বের ট্রায়ালের সম্পূর্ণ তথ্য জমা দিয়ে তবেই তৃতীয় পর্বের জন্য এগোতে হবে। আইসিএমআরের সহায়তায় ভ্যাকসিন তৈরি করছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারত বায়োটেক। গবেষণায় দাবি করা হয়েছে করোনার ডবল মিউট্যান্ট স্ট্রেইন বি.১.৬১৭ রুখতে পারে কোভ্যাকসিন। ভারত বায়োটেকের এই ট্রায়ালে খুশি বিশেষজ্ঞ মহল।

সম্পর্কিত পোস্ট