তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১১

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তামিলনাড়ুর বিরুধুনগরের একটি বাজি কারখানায় ব্যাপক বিস্ফোরণ। মৃত ১১, আহত ৩৬। ঘটনাস্থলে উপস্থিত হয় ৯ তি দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ বিস্ফোরণ ঘটে। বাজি তৈরির জন্য বেশ কিছু কেমিক্যাল ছিল। তা বিস্ফোরণের কারণেই বিপত্তি ঘটে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর জেলা আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ইকে পালানোস্বামী। আহতদের সকলের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা এবং যে কোনোরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে সমস্ত জেলায় বাজি কারখানাগুলির অবস্থার খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন তিনি।

আহতদের জন্য মাথাপিছু ১ লক্ষ টাকা এবং মৃতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা অবধি অনুদানের ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানোস্বামী।

 

একইসঙ্গে মৃতদের পরিবারপিছু দুই লক্ষ টাকা এবং আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যে কোনোরকম সাহায্যের জন্য রাজ্য সরকারকে পাশে থাকার আর্জি জানিয়েছেন তিনি।

 

 

 

 

 

 

সম্পর্কিত পোস্ট