মাসিক পেনশন ১২ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার করা হোক, অধ্যক্ষের দ্বারস্থ প্রাক্তন বিধায়করা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পেনশন বৃদ্ধি-সহ আটদফা দাবি নিয়ে প্রাক্তন বিধায়কদের সংগঠনের সদস্যরা আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সঙ্গে দেখা করেন। ওই সংগঠনের তরফে প্রাক্তন বিধায়কদের মাসিক পেনশন ১২ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার করার দাবি জানানো হয়।
সেইসঙ্গে চিকিৎসা বাবদ খরচ ৬ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার দাবি করা হয়। অর্থাৎ ১৮ হাজার টাকা থেকে একধাক্কায় ৫৫ হাজার টাকা করার দাবি করা হয়েছে।
বর্তমানে রাজ্যে প্রাক্তন বিধায়ক রয়েছেন প্রায় ৬০০-র কাছাকাছি। প্রত্যেকে ১২ হাজার টাকা করে পেনশন পান। এছাড়াও ৬ হাজার টাকা করে চিকিৎসা ভাতা পান তাঁরা। রেলে যাতায়াতের জন্য ৩০ হাজার টাকার কুপনও পান। বিধায়কদের দাবি, ‘আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ।’
শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার আগে পড়ুয়াদের টিকাকরণে জোর, নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের
প্রসঙ্গত, এর আগেও পেনশন বৃদ্ধির দাবিতে সরব হন প্রাক্তন বিধায়করা। এরই পাশাপাশি দাবি করা হয়েছে, প্রাক্তন বিধায়ককে বিভিন্ন কাজে বিধানসভায় আসতে হয়। কিন্তু তাঁদের বসার কোনও জায়গা নেই। সেই জন্য প্রাক্তন বিধায়কদের একটি বসার ঘর করার জন্য দাবি করা হচ্ছে।
এমনকী, বাংলার প্রাক্তন বিধায়করাই সবচেয়ে কম পেনশন পান বলে দাবি করা হয়েছে। তাঁদের দাবিদাওয়া বিবেচনার জন্য বিধানসভার এনটাইটেলমেন্ট কমিটির কাছে পাঠানো হবে বলে আশ্বাস দেন বিমান বন্দ্যোপাধ্যায়।