শিল্পনগরীতে পথচলা শুরু FABSCO -এর
রাহুল গুপ্ত
করোনা ও আমফান পরবর্তী পর্যায়ে মানুষের পাশে থেকে কাজ করা শুরু করেছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো। শহরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় সামাজিক প্রতিষ্ঠানগুলো সরকারের পাশে থেকে রাজনৈতিক রঙের বাইরে গিয়ে মহামারী মোকাবিলা থেকে শুরু করে আমফান পরবর্তী পর্যায়ে মানুষের পাশে থাকছে।
শুধুমাত্র সামাজিক প্রতিষ্ঠান নয় -আপনার বা আমার পাড়ার কয়েকজন তরুণ ব্রিগেডও কিন্তু পাশে পেয়েছে এইসমস্ত সামাজিক প্রতিষ্ঠানগুলোকে।
বাংলার রাজ্য রাজনীতিতে ফোরাম সর্বত্র , তাহলে কেন সব সামাজিক প্রতিষ্ঠানগুলোকে নিয়েও ফোরাম হবে না ??? এই প্রশ্ন থেকেই পথচলা শুরু হয়েছে Forum for All Bengal Social and Cultural Organizations , বাংলার সামাজিক সংগঠন গুলির মিলিতভাবে বৃহত্তম মঞ্চ।.
২৮ শে জুন, ২০২০, রবিবার, দুর্গাপুরের City Residential Hotel থেকে এই পরিবারের পথচলা শুরু হলো। FABSCO -র পক্ষ থেকে Covid 19 এবং আমফান ঘূর্ণি ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে যেসমস্ত সামাজিক প্রতিষ্ঠান কিংবা পাড়ার তরুণ তুর্কি ব্রিগেডেরা কাজ করে চলেছেন তাদের কে এদিন স্মারক সম্মান এবং সম্মান পত্র তুলে দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক , আসানসোলের বিদায়ী মেয়র জিতেন্দ্র তিওয়ারি , কর্নেল দীপতাংশু চৌধুরী , ডেপুটি মেয়র দুর্গাপুর অনিন্দিতা মজুমদার , বিধায়ক বৈদ্যনাথ পাড়িয়াল , জয়েন্ট কনভেয়নর FABSCO চন্দ্র শেখর ব্যানার্জী ( বোরো চেয়ারম্যান ৪ নম্বর ) , এবং প্রীতম সরকার (সভাপতি – বন্ধু এক আশা ) প্রমুখ।
মন্দারমনির সৈকত থেকে উদ্ধার মৃত তিমি
এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আসেন। এই কঠিন পরিস্থিতিতে লড়াইয়ের জন্য এদিন সম্মানিত করা হয় – দুর্গাপুর সুচেতনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (পশ্চিম বর্ধমান ) , মা হেল্পিং হ্যান্ড ( নদীয়া ) , মা অন্নপূর্ণা (পশ্চিম বর্ধমান ) , নতুন ভোর (বাঁকুড়া ) , লর্ড সাই NGO (কলকাতা ) , বন্ধু এক আশা (কলকাতা ) , সপ্ন উড়ান ( কলকাতা ), উত্তরণ ( পশ্চিম মেদিনীপুর ), চুঁচুড়া আরাগ্য ( হুগলী ) এবং গোল্ডেন ক্লাব ( বেহালা -কলকাতা ) .
এদিন প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানের সূচনাপর্বে বক্তব্য রাখেন জয়েন্ট কনভেয়নর FABSCO চন্দ্র শেখর ব্যানার্জী। বক্তব্য রাখেন প্রীতম সরকার (সভাপতি – বন্ধু এক আশা) . কিভাবে আগামী দিনে কাজ করবে এই সামাজিক ফোরাম তা ভুজিয়ে দেন জয়েন্ট কনভেয়নর FABSCO ও বন্ধু এক আশার সভাপতি প্রীতম সরকার।
আগামী অগাস্ট মাসে Forum for All Bengal Social and Cultural Organization এর তরফে কলকাতায় হবে সাংবাদিক সম্মেলন – এদিন সেই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জয়েন্ট কনভেয়নর FABSCO এর প্রীতম বলেন – আগামী দিনে মানুষের পাশে থেকেই – রংবাদ দিয়েই কাজ করে যাবে এই সামাজিক ফোরাম। দরকার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক ও সহযোগিতা।
এই উদ্যোগকে সাধুবাদ জানালেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। আসুন সবাই এক হয়ে এক ছাতার তলায় সবাইকে নিয়ে কাজ করে এগিয়ে চলি – এই আদর্শে শিল্পনগরীতে এদিন রবিবাসরীয় সন্ধ্যায় Forum for All Bengal Social and Cultural Organizations এর পথচলা শুরু হলেই আগামী ৩০শে অগাস্ট সাংবাদিক সম্মেলন করা হবে জানিয়ে দেন প্রীতম সরকার।