বদলে যাচ্ছে ফেসবুক, নতুন রূপ দিচ্ছেন জুকারবার্গ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নামের সঙ্গে বদলে যাচ্ছে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের লুক। নতুনভাবে মার্কেটে আসার পরিকল্পনা রয়েছে মার্ক জুকারবার্গ সংস্থার। সূত্রের খবর, মেটাভার্স নির্মাণের অংশ হিসাবে আসছে এই সংস্থা।

কয়েকদিন আগেই মার্ক জুকারবার্গের সংস্থা জানিয়েছিল, মেটাভার্স নির্মাণের জন্য ৫ কোটি টাকা বিনিয়োগ করবে তাঁরা। যা মাল্টিভার্স করে বাস্তব জগতের সঙ্গে কাজ করতে সক্ষম হবে।

নতুন লুকে থাকছে রিয়েলিটি ওভারলে, রিয়েল স্টোরের ভিআর ড্রেসিংরুম, এমনকি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে গুগল ম্যাপের মতো সুবিধেও। এর ফলে উপভোক্তারা নিজেদের অ্যাভাটার তৈরি করে তা নিয়ন্ত্রণ করবেন।

লাখিমপুর খেরি তদন্তে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট

এনিয়ে অনেক আগে থেকেই গবেষণা শুরু করেছে ফেসবুক। কিন্তু বিভিন্ন বিধিনিষেধের কারণে সময় লাগছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ তারিখ ঘোষণা হতে পারে সংস্থার তরফে।

২০০৪ সালে ফেসবুকের মাধ্যমেই যাত্রাশুরু হয়েছিল মার্ক জুকারবার্গ সংস্থার। এরপর হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম, অকুলাসের মতো স্যোশাল মাধ্যম যুক্ত হয়। এখন কোম্পানির নাম বদল করে ফেসবুক হবে ওই সংস্থার একটি অংশ৷ অনেকটা গুগলের অনুকরণ বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট