তালিবান শাসিত আফগানিদের নিরাপদ রাখতে ফেসবুক নামল যুদ্ধে

টুইটার প্রস্তুতি নিতে শুরু করল

দ্য কোয়ারি ডেস্ক: সরকারে বসতে চলেছে জঙ্গিরা। আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তালিবান তরফে নিরাপত্তার আশ্বাস এলেও আফগান জনজীবনে ফের অত্যাচার শুরু হবে বলেই আশঙ্কা। এই অবস্থায় আফগানিস্তানে ফেসবুক ব্যবহারকারীকে নিরাপত্তা দিতে উদ্যোগ শুরু হলো।

বিবিসি জানাচ্ছে, আফগানিস্তানের ফেসবুক ব্যবহারকারীরা এখন অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে তাদের পোস্ট সুরক্ষিত রাখতে পারবেন। ফলে অচেনা কেউ এসব পোস্ট দেখতে পাবেন না। আর ফেসবুকে আফগান নাগরিকদের বন্ধুর তালিকা আপাতত দেখা যাবে না। তালিবান জঙ্গি নজরদারি এড়ানোর জন্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আফগানিস্তানে ফেসবুক ব্যবহারকারীদের জন্য  ‘ওয়ান-ক্লিক টুল’ চালু করেছে বৃহত্তম সোশ্যাল সাইট। এর মাধ্যমে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্ট ‘লক’ করা যাবে। অ্যাকাউন্ট ‘লক’ করলে ব্যবহারকারীর বন্ধু তালিকার বাইরের কেউ আর তার পোস্ট দেখা বা প্রোফাইলের ছবি শেয়ার বা ডাউনলোড করতে পারবে না।

একইভাবে প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট লিংকড ইন জানিয়েছে, আফগান নাগরিকদের নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা রক্ষায় তারা উদ্যোগ গ্রহণ করেছে।

টুইটার জানিয়েছে, আফগান মানুষকে সুরক্ষিত রাখতে হবে। এবং সেটাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তারা সতর্ক।

সম্পর্কিত পোস্ট