আচমকা স্তব্ধ হোয়াটস অ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ হোয়াটস অ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এক সঙ্গে তিনটি সোশ্যাল প্লাটফর্ম স্তব্ধ হয়ে যাওয়ায় বিপাকে এই সামাজিক মাধ্যম ব্যবহারকারিরা।
অ্যাকাউন্ট বারবার রিফ্রেস করতে থাকেন। তারা। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। বিশেষ করে হোয়াটস অ্যাপ কাজ না করাতে অনেকেই সমস্যায় মধ্যে পড়েন।
এই ধরনের সমস্যা বিগত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে চলছে। আগে একসঙ্গে তিনটি জনপ্রিয় প্ল্যাটফর্ম একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। তবে কেন বন্ধ হল, কখনই বা চালু হবে, ধন্দে ব্যবহারকারীরা।
এই বিভ্রাটের সত্যতা স্বীকার করেছে ফেসবুক। ওয়েবসাইটে জানানো হয়, “দুঃখিত, কিছু একটা সমস্যা হয়েছে। আমরা দ্রুততার সঙ্গে সমস্যা সমাধান করার চেষ্টা চালাচ্ছি।”