মিটার রিডিংয়ের চাকরির নামে ভুয়ো দালালচক্র, সতর্ক করলেন বিদ্যুৎমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিদ্যুৎ দফতরে চাকরি দেওয়ার নামে রাজ্যের একাধিক জেলায় সক্রিয় প্রতারণা চক্র। এই নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সমমেলন করে সাধারণ মানুষকে সতর্ক করলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
এদিন তিনি অভিযোগ করেছেন, ৩ লক্ষ টাকার ভিত্তিতে মিটার রিডিংয়ের চাকরি করে দেওয়া হবে বলে সক্রিয় হয়েছে দালাল চক্র। ইতিমধ্যেই এই সংক্রান্ত ফর্ম সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। কিছু মানুষ এই ফর্ম নিয়ে বিদ্যুৎ দফতরেও এসেছেন।
মন্ত্রীর স্পষ্ট বক্তব্য, এমন কোনও চাকরির বিজ্ঞপ্তি বিদ্যুৎ দফতরের তরফে ছাড়া হয়নি। অস্থায়ীভাবে কোনও মিটার রিডিংয়ের জন্য চাকরি টাকার বিনিয়মে হয় না। যাঁরা এগুলি ছড়াচ্ছেন তাঁরা মানুষকে প্রতারিত করছেন।
সাধারণ মানুষকে এই প্রতারণা চক্র থেকে বাঁচাতে ইতিমধ্যেই বিধানগর কমিশনারেটের সাইবার থানায় অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের এই নিয়ে সতর্ক করা হয়েছে।
সেপ্টেম্বর থেকে শুরু হোক শিক্ষাবর্ষ: ইউজিসি
মন্ত্রীর কথায় এই ধরনের প্রতারণার সবচেয়ে বেশি অভিযোগ এসেছে বর্ধমান থেকে। তিনি বলেন, রাজ্যের মানুষ কাউকে যেন চাকরির জন্য অর্থ না দেয়। এভাবে সরকারি চাকরি হয় না। এতে মানুষের প্রতারিত হওয়ার সম্ভবনাই বেশি।
একইসঙ্গে এদিন তিনি জানিয়েছেন,ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবের জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটলেও। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার মৌসুনী দ্বীপ ও জি প্লট বাদে রাজ্যের ৯৯.৯ শতাংশ কাজ হয়ে গিয়েছে।
৮৯.০৯ লাখ বাড়িতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। ঝড়ে ২৭৩ টি সাবস্টেশন ক্ষতিগ্রস্থ হয়েছিল। সেগুলিও মেরামত সম্ভব হয়েছে।
তিনি বলেন, “আমফানের পর যা সমস্যা হয়েছিল, তার সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। একমাত্র দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপ ও জি ব্লকে বিদ্যুৎ সংযোগ এখনও বাকি আছে। তাছাড়া বাকি ৮৯.০৯ লাখ গ্রাহকের সকলেই বিদ্যুৎ পেয়েছেন। মৌসুনি দ্বীপেও কাজ পয়লা জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে। ৯৯.৯ শতাংশ কাজ হয়ে গিয়েছে।”
আমফানের জেরে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা কার্যত ভেঙে পড়ে। বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। গাছ পড়ে তার ছিঁড়ে যায়। টানা একমাস ধরে চলে সেইসব মেরামতি করার পালা।
বিদ্যুৎ পরিষেবা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ। অবশেষে রাজ্যের মানুষের জন্য সুখবর শোনালেন বিদ্যুৎমন্ত্রী।তবে পাশাপাশি একটি সতর্কবার্তাও শুনিয়েছেন তিনি।
শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “চিন দেশ সাইবার অ্যাটাক করতে পারে। চেষ্টা করছি যাতে বিদ্যুৎ দফতর বিপদে না পড়ে। এক্ষেত্রে এমন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যাতে হ্যাকাররা, বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে আর হ্যাকিং করতে পারবে না।
তবে কি সেই প্রযুক্তি তা এখনই খোলসা করে বলতে চাননি তিনি।