Fake Vaccination: রাজনৈতিক যোগসূত্র স্থাপন থেকে চাকরির ইন্টারভিউ, দেবাঞ্জনের প্রতারণার জালে বহু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেরায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি, ২৫ লক্ষ টাকা খরচ করে ১ বছর ধরে প্রতারণার জাল ছড়িয়েছিল ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব। করোনার সংক্রমণ শুরু হওয়ার পরই ছক সাজিয়ে ফেলে সে।
তদন্ত যতই এগোচ্ছে, ততই ভুয়ো IAS দেবাঞ্জন দেবের বিরুদ্ধে একের পর এক তথ্য সামনে আসছে। এবার পশ্চিমবঙ্গ সরকারের যুগ্মসচিব পরিচয় দিয়েও প্রতারণার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। পাশাপাশি সরকারি চাকরির নামেও ইন্টারভিউ নেওয়ার অভিযোগ উঠেছে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। পুলিশে দায়ের হয়েছে অভিযোগ।
স্পুটনিকের ভায়ালের লেবেলের ফটোকপি লাগিয়ে প্রতারণা করা হয়। কোভিশিল্ডের ক্ষেত্রে নিজেই কম্পিউটারে তৈরি করে জাল লেবেল। পাশাপাশি অডিও অ্যালবাম ও তথ্যচিত্রও প্রকাশ করেছিল ভুয়ো আইএএস দেবাঞ্জন।
কসবাতেই নয়, ধৃত দেবাঞ্জন দেব ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিল আমহার্স্ট স্ট্রিটের সিটি কলেজেও! অভিযোগ, ক্যাম্পের ছবি তুলতে গেলে বাধা দেন দেবাঞ্জন নিজেই! এছাড়াও কলকাতা পুরসভার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও ভ্যাকসিন দেওয়ার নামে লক্ষ টাকার জালিয়াতির অভিযোগও উঠেছে দেবাঞ্জনের বিরুদ্ধে।
পিএসির সদস্যপদে মুকুল রায়ের মনোনয়ন জমা নিল বিধানসভা
গত ১৫ জুন, সোনারপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব। একই মঞ্চে ছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রও। ভুয়ো আইএএস শুরুতে পিপিই, মাস্কের ব্যবসা করবে বলে ঠিক করলেও ধীরে ধীরে রাজনৈতিক যোগাযোগ বাড়িয়ে একের পর এক ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করতে থাকে।
ভ্যাকসিনের নামে কি দেওয়া হল অসংখ্য মানুষকে? তাতে শরীরে কী ধরণের প্রভাব পড়তে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে!