Fake Vaccine Camp: ভুয়ো ক্যাম্পের পুনরাবৃত্তি রুখতে পৃথক কমিটি গঠন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য দুটি পৃথক কমিটি গঠন করল স্বাস্থ্য দপ্তর। দুটি কমিটি পৃথক লক্ষ্যে কাজ করবে বলে জানা গিয়েছে।

প্রথম কমিটিতে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সৌমিত্র ঘোষ, গোপাল কৃষ্ণ ঢালী, জ্যোতির্ময় পাল এবং শান্তনু ত্রিপাঠী। এি চার বিশিষ্ট চিকিৎসকের টিম আগামী দিনে এই ধরণের দুর্নীতি যাতে না ঘটে তার নিশ্চিত করতেই কাজ করবেন বলে জানা গিয়েছে।

দ্বিতীয় যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির কাজ থাকবে কোন ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত হলে সেই ক্যাম্পে ভ্যাকসিনের জোগান কোথা থেকে এলো তার উৎস খুঁজে বার করা। একইসঙ্গে টিকা প্রাপকরা কোথা থেকে সেই ক্যাম্পের খোঁজ পেলেন তাও জানাতে হবে ওই কমিটিকে।

শনিবার স্বাস্থ দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো সরকারি বা বেসরকারি ভ্যাক্সিনেশন ক্যাম্প আয়োজনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের অনুমতি বাধ্যতামূলক।

উত্তরপ্রদেশের নির্বাচনে একলা চলো নীতি মায়াবতীর

জানানো হয়েছে কোন বেসরকারি প্রতিষ্ঠান ক্যাম্প করতে চাইলে নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। কলকাতার ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের এডিএইচএস এবং জেলার ক্ষেত্রে সিএমওএইচের অনুমতি বাধ্যতামূলক। শিবির শেষে ক্যাম্প সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য জমা দিতে হবে স্বাস্থ্য দফতরে। কারা ভ্যাকসিন সরবরাহ করেছেন, কতজন টিকা নিয়েছেন, কত টিকা আরও মজুদ রয়েছে, কতজনকে দেওয়া হয়েছে, এছাড়াও টিকা নেওয়ার পর কারোর কোনো শারীরিক অসুস্থতা রয়েছে কিনা সমস্ত তথ্য লিখিত আকারে জমা করতে হবে।

ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পকে কেন্দ্র করে ইতিমধ্যেই কেন্দ্র বনাম রাজ্য তরজা চরমে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর সহ বিরোধী শিবিরের প্রত্যেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে কি করে শাসক শিবিরের নেতা নেত্রীদের এত ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হলো তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা

সম্পর্কিত পোস্ট