করোনা থেকে সদ্যজাতদের বাঁচাতে অভিনব ফেস শিল্ড, প্রশংসিত হাসপাতাল কর্তৃপক্ষ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশ জুড়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। সেইসঙ্গে সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার গুলির তরফে গৃহীত হয়েছে একাধিক পদক্ষেপ।
এই মূহুর্তে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯২৪০। মৃত্যু হয়েছে ৩৩১ জনের।
করোনার হাত থেকে বাঁচতে অন্যান্য দেশগুলিও কঠোর ভূমিকা গ্রহণ করেছে। তবে সদ্যজাত শিশুদের ক্ষেত্রে থাইল্যান্ডের গ্রহণ করা পদক্ষেপ প্রশংসিত হয়েছে গোটা বিশ্ব জুড়ে।
থাইল্যান্ডে এই মূহুর্তে করোনায় আক্রান্তের সংখ্যা, ২৫৭৯। মৃতের সংখ্যা, ৪০।
প্রতিদিনই হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। গড়ছে মৃত্যুর নতুন রেকর্ড।মারণঘাতী এই ভাইরাসে শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। এমতাবস্থায় সদ্যোজাত শিশুদের করোনার কবল থেকে বাঁচাতে থাইল্যান্ডের একটি হাসপাতাল বিশেষ শিল্ডের(ফেস শিল্ড)ব্যবহার শুরু করেছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, নার্সের কোলে রয়েছে কম্বলে মোড়া এক সদ্যজাত। নার্স ও শিশু দুজনেরই মুখ ঢাকা রয়েছে ফেস শিল্ড দিয়ে। বেডে শুয়ে থাকা প্রত্যেক শিশুর মুখ ঢাকা রয়েছে এ ভাবেই।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ধরনের মুখাবরণী শিশুদের বাড়ি নিয়ে যাওয়ার সময়ে দেওয়া হচ্ছে।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই থাইল্যান্ডের ওই হাসাপাতালের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রসঙ্গত থাইল্যান্ডে কোভিড ১৯ এর প্রকোপ সামলাতে ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।