জলমগ্ন রাজধানীর রাস্তায় অব্যাহত কৃষক আন্দোলন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাজধানী একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা থেকে শুরু করে এয়ারপোর্ট সহ বেশ কিছু এলাকায় জমে রয়েছে জল। জলমগ্ন দিল্লি, উত্তরপ্রদেশ সীমান্তে গাজীপুর এলাকাতেও এই পরিস্থিতিতেও একবুক জলের মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছেন রাকেশ টিকায়াত সহ অন্যান্য কৃষক নেতৃত্বরা।

শনিবার থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লি ও এনসিআর এলাকা কৃষক বিক্ষোভের জেরে বন্ধ ছিল গাজীপুরগামী সমস্ত রাস্তা। রবিবার হঠাৎই প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে সেই সমস্ত রাস্তা। যার ফলে ব্যাহত যান চলাচল।

এই পরিস্থিতিতেও নিজেদের অনড় অবস্থান থেকে একবিন্দুও নড়ানো যায়নি কৃষক নেতাদের। ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র ধর্মেন্দ্র মালিক জানিয়েছেন, গাজীপুর থেকে দিল্লি যাওয়ার সমস্ত ড্রেন অবিলম্বে পরিষ্কারের দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি।

তিনি জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে জলমগ্ন হওয়ার ফলে গাজীপুর এলাকায় প্রতিবাদীদের থাকার জন্য যে সমস্ত মঞ্চ এবং শিবির তৈরি করা হয়েছিল তা ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলকে সঙ্গে নিয়ে অনাস্থায় অপসারিত বিজেপি প্রধান

বিগত এক বছর ধরে প্রায় শীত গ্রীষ্ম বর্ষা মাথায় নিয়েই আন্দোলন জারি রেখেছেন কৃষক নেতারা। সরকার যতদিন পর্যন্ত এই তিন আইন বাতিল না করছেন দিন তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত ২০২০ সালের নভেম্বর মাস থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গাজীপুর সীমান্তে অবস্থান বিক্ষোভ শুরু করেছে সংযুক্ত কিষান মোর্চা।  কেন্দ্রের সঙ্গে প্রায় ১১ দফা বৈঠকের পরেও মেলেনি রফাসূত্র। এই পরিস্থিতিতে কৃষক আন্দোলন থেকে পিছু হটতে নারাজ রাকেশ টিকাইতরা।

সম্পর্কিত পোস্ট