কৃষি আইন প্রত্যাহারের দাবীতে অনড় কৃষকরা, শুরু অনশন কর্মসূচী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কৃষি আইন প্রত্যাহারের দাবীতে সোমবার অনশনে বসল কৃষক সংগঠনগুলি। সারা দেশজুড়ে অনশন কর্মসূচীতে সকল কৃষকদের আহবান জানানো হয়েছে। কৃষি আইনের প্রতিবাদে গত মঙ্গলবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি। তার সাত দিনের মধ্যেই ফের বৃহত্তর আন্দোলনের ডাক কৃষক সংগঠনগুলির।
এই মুহুর্তে ৩৩ টি কৃষক সংগঠনের নেতারা সিঙ্ঘু বর্ডারে অনশনে শামিল হয়েছেন। নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে দিল্লি সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। আন্দোলনের অংশবিশেষ হিসাবে সোমবার অনশনে বসলেন তাঁরা।
রবিবার কৃষকদের জন্য অনশনে শামিল হবেন বলে জানিয়েছিলেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশের সমস্ত মানুষকে এই অনশন কর্মসূচীতে শামিল হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
সোমবার সকাল থেকে সিঙ্ঘু, অচন্ডি, পিয়াও মানিয়ারি, মাঙ্গেশ, শাজাহানপুর, গাজিপুর বর্ডারে আন্দোলনে শামিল হয়েছেন কৃষকরা। একাধিক রাস্তা অবরুদ্ধ হওয়ার কারণে ঘুরে যাওয়ার নির্দেশ দিল্লি ট্রাফিক কন্ট্রোলের।
রবিবার দিল্লি-জয়পুর সীমান্ত অবরুদ্ধ করে আন্দোলন চালান কৃষকরা। হরিয়ানা এবং রাজস্থান থেকে বিপুল সংখ্যক কৃষক এই আন্দোলনে শামিল হন। তাঁদের মধ্যে অনেককেই রেওয়াড়ির আগে আটকে দেয় পুলিশ। তাঁদের মধ্যে একজন সোমবার অনশন আন্দোলনে শামিল হয়েছেন। কৃষি আইন প্রত্যাহার না করা অবধি আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কৃষকরা।
অন্যদিকে রাজস্থান থেকে ট্রাকটরে করে রবিবার শামিল হয়েছে কয়েক হাজার কৃষক। সেখানে তাঁদেরকে আটকে দেয় হরিয়ানার পুলিশ। আপাতত সেখানে বসেই আন্দোলন কর্মসুচী চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কৃষকরা।
আরও পড়ুনঃ রবিবার বৃহত্তর আন্দোলনের পথে কৃষকরা
রবিবার সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া বয়ানে কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, কৃষি আইনের প্রতিবাদে মিথ্যা প্রচার চালাচ্ছে বিরোধীরা। আইন নতুন করে সংশোধন করা হলে কৃষকরা ভবিষ্যতে লাভবান হবে। কিন্তু কিছু সময়ের জন্য তাঁদেরকে সমস্যার সম্মুখীন হতে পারে। আমরা জানি সমস্যা ছাড়া লাভবান হওয়া সম্ভব নয়।
কৃষক আন্দোলনে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছে ১৬ টির বেশী রাজনৈতিক দল। পাল্টা কেন্দ্রের অভিযোগ, কৃষি আন্দোলনকে সামনে রেখে টুকড়ে টুকড়ে গ্যাং সক্রিয় হচ্ছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, নরেন্দ্র মোদি সরকার কৃষকদের সম্মান করে। কিন্তু এই আন্দোলনের লাভ উঠিয়ে সক্রিয় হতে চাইছে টুকড়ে টুকড়ে গ্যাং।
অবিলম্বে কৃষক আইন প্রত্যাহারের দাবীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভারতীয় কৃষক ইউনিয়ন। আদালতের তরফে কেন্দ্রকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের একাধিক মন্তব্যকে কটাক্ষ করেছে কংগ্রেস।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, কৃষক আন্দোলনকে খালিস্তানি, পাকিস্তান, টুকড়ে টুকড়ে গ্যাং বলে যতরকমভাবে আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করছে কেন্দ্র।