মঙ্গলবার ভারতজুড়ে বনধের ডাক কৃষক সংগঠনগুলির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত সেপ্টেম্বরে সংসদে পাশ হওয়ার পর থেকেই আন্দোলনে শামিল হয়েছে দেশের কেন্দ্রীয় কৃষক সংগঠনগুলি। গত কয়েকদিন ধরে দিল্লির বর্ডারে ঠান্ডাকে উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এবার মঙ্গলবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিল কৃষকরা।

কৃষকদের দাবী দিল্লি প্রবেশের সমস্ত রাস্তা অবরুদ্ধ করে ৮ তারিখ ভারত বনধের ডাক দেওয়া হয়েছে সাঙ্ঘু বর্ডারের কৃষকদের তরফে । বনধের দিন শুধুমাত্র রাস্তা দিল্লি নয়, সারা দেশের রাস্তা এবং টোল গুলি অবরুদ্ধ করে আন্দোলন চালাবেন তাঁরা। আন্দোলনকারী এক কৃষক নেতার কথায় ওই দিন আরও কৃষক তাঁদের এই আন্দোলনে শামিল হবেন।

গত সপ্তাহে হরিয়ানা থেকে দিল্লি প্রবেশের পথে পুলিশের নির্মম অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে কৃষকদের। মধ্যরাতে তাঁদের ওপর জল কামান ব্যবহার করা হয়। দিনভর কাঁদানে গ্যাস এবং জলকামানের সম্মুখীন হতে হয় কৃষকদের। লাঠিচার্জও করে পুলিশ। তারই প্রতিবাদে শনিবার আন্দোলন শুরু করবেন তাঁরা।

আরও পড়ুনঃ আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের, দিল্লিতে উপস্থিত ডেরেক

কৃষকদের তরফে বলা হয়েছে, সরকার আমাদের এমএসপি নিয়ে আলোচনায় সম্মতি প্রকাশ করেছে। এছাড়াও বিদ্যুতের বিল প্রসঙ্গে রাজি হয়েছে। কিন্তু তিনটি নতুন কৃষি আইন প্রত্যাহার না করা অবধি আমাদের এই আন্দোলন জারি থাকবে। অর্থাৎ সরকার আইনে বদল আনার কথা বললেও তা মানতে নারাজ কৃষকরা।

ইতিমধ্যেই কৃষকদের আন্দোলন একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়েছে। সারা দেশ থেকে প্রায় কয়েক লক্ষ কৃষক জমা হয়েছে কেন্দ্রের নতুন আইনের বিরুদ্ধে। বৃহস্পতিবার চতুর্থ দফার বৈঠকে বসে কেন্দ্র এবং কৃষক সংগঠনগুলি। কিন্তু প্রায় সাত ঘন্টার বৈঠকে কোনও সমাধান বেরিয়ে আসেনি। শনিবার দুপুর ২ টো নাগাদ আবারও দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠকে বসতে চলেছে দু’পক্ষ। শনিবারের বৈঠকে নিশ্চই সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

ইতিমধ্যেই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। শুক্রবার কৃষকদের সঙ্গে কথা বলতে দিল্লিতে উপস্থিত হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। কৃষক আন্দোলনে উপস্থিত স্বরাজ ভারতের প্রধান যোগেন্দ্র যাদবের সঙ্গে কথা বলেন তিনি। ৮, ৯ এবং ১০ তারিখ গান্ধী মুর্তির পাদদেশে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ তারিখ সেই আন্দোলনে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট