১৪ ডিসেম্বর অনশনের ডাক কৃষক সংগঠনগুলির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার বৃহত্তর আন্দোলনের ডাক দিল কৃষক সংগঠনগুলি৷ রবিবার দিল্লি-জয়পুর সীমান্ত অবরুদ্ধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কৃষক সংগঠনগুলির ৷
এর আগে শনিবার টোল প্লাজা গুলিতে বিক্ষোভ দেখান কৃষকরা। ১৪ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা অবধি অনশনের ডাক দিয়েছেন কৃষক সংগঠনেরা নেতারা। রবিবার থেকেই শুরু হবে নতুন করে ‘দিল্লি চলো’ অভিযান। দেশের মধ্যে আলাদা করে ৩২ টি সংগঠন আন্দোলনে নামবে বলে জানা গিয়েছে।
এই মুহুর্তে দিল্লি সীমান্তে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ। গুরুগ্রাম এবং ফরিদাবাদে মোতায়েন প্রায় সাড়ে তিন হাজার পুলিশ।
শনিবার টোল প্লাজা দখলের পর স্লোগান দিতে শুরু করে ভারতীয় কৃষক ইউনিয়নের সদস্যরা। আগ্রা হাইওয়ে অবরোধ করে এদিন আন্দোলন শুরু করেন কৃষকরা।
কৃষকদের সাফ বক্তব্য, সরকার বৈঠকে চাইলে আমরা রাজি। তবে তিন আইন প্রত্যাহারের দাবীতে এখনও সরব কৃষকরা। এরপর পরবর্তী পদক্ষেপে এগোব আমরা৷
নতুন কৃষক আইনে কৃষকদের লাভ হবে। এর ফলে সরকারী বিনিয়োগ বাড়বে আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেও আন্দোলন চালিয়ে গেলেন কৃষকরা। শনিবার মোদি সরকারকে কৃষকদের দাবী মানার জন্য আর্জি জানিয়েছেন কংগ্রেস।