বিজেপির বিরুদ্ধে বাংলায় সরব হচ্ছেন কৃষকরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলায় বিজেপিকে রুখতে প্রতিবাদে নামছে কৃষক সংগঠন। দিল্লি উপকন্ঠ পেরিয়ে এবার সিঙ্গুর, নন্দীগ্রাম এবং আসানসোলে হবে বিজেপির বিরুদ্ধে প্রচার।
ভোটের মুখে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং কেরলে সভা করবেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব। তবে কোনও রাজনৈতিক দলের সমর্থনে নয়। বিজেপিকে ভোট না -এটাই কৃষকদের প্রচারের হবে মূল ইস্যু।
১২ তারিখ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের পর বাংলার কৃষকদের উদ্দেশ্যে দেশের কৃষকদের চিঠি তুলে দেবেন তাঁরা। উপস্থিত থাকবেন রাকেশ টিকায়িত, হান্নান মোল্লা, যোগেন্দ্র যাদব, দর্শন পাল এবং বলবীর সিং রাজেওয়াল সহ একাধিক নেতৃত্ব।
১৩ তারিখ নন্দীগ্রামে প্রায় ১০ হাজার কৃষকদের নিয়ে মিছিলের কথা রয়েছে। যেখানে যুযুধান মমতা বন্দোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। সেখানে বিজেপির বিপক্ষে প্রচার করবেন তাঁরা। সেখানে উপস্থিত থাকার কথা যোগেন্দ্র যাদব এবং রাকেশ টিকায়িতের।
আরও পড়ুনঃ অধীরের পরিবর্তে লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা রাভনীত সিং বিট্টু
এরপর আসানসোলে সভা করার কথা রয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার। সেখানেও বিজেপির বিপক্ষে প্রচার করবেন তাঁরা। একইসঙ্গে সেদিনেই সিঙ্গুরে কৃষক মহাসভা করবেন তাঁরা।
ইতিমধ্যেই কলকাতায় এসে ‘নো ভোট টু বিজেপি’ মিছিলে পা মিলিয়েছেন সংযুক্ত কিষান মোর্চার সদস্যরা। ভাগে ভাগে রাজ্যের একাধিক জায়গায় প্রচার করবেন কৃষক নেতৃত্ব। তবে কোনও দলের হয়ে প্রচার নয়। শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবেন তাঁরা।
কারণ, হিসাবে বলা হচ্ছে গুজরাটের নির্বাচনে জয়ের পর বিজেপির পক্ষ থেকে বারবার দাবী করা হচ্ছিল কৃষকরা তাঁদের সঙ্গে রয়েছেন। তাই এবার একেবারে তাঁদের বিরুদ্ধে প্রচারে নেমেছে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বরা।