রণক্ষেত্র দিল্লি, লালকেল্লায় পৌঁছলেন কৃষকরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির ভিতরে ট্র্যাক্টর র‍্যালি করেন কৃষকরা। সকাল থেকেই উত্তপ্ত হয় পরিস্থিতি।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করতে হয় পুলিশকে।

 

১৫ অগাস্ট যে জায়গায় প্রধানমন্ত্রী প্রত্যেক বছর পতাকা উত্তোলন করেন সেখানেই নিজেদের পতাকা উত্তোলন করলেন কৃষকরা। সারা দিল্লি জুড়ে অভুতপুর্ব পরিস্থিতি তৈরি হয়েছে দাবী দিল্লি পুলিশের।

 

এদিন প্রথমে আইটিও এর কাছে পুলিশের সঙ্গে কৃষকের বচসা শুরু হয়। কৃষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। রাজপথের দিকে যাওয়ার জন্য স্থির করেন কৃষকরা। ট্র্যাক্টর রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান কৃষকরা। দুপক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন।

 

একাধিক জায়গায় ডিভাইডার ভেঙে আন্দোলনে শামিল হন কৃষকরা। এই মুহুর্তে লালকেল্লার দখল নিয়েছেন কৃষকরা। নির্দেশ না মেলার কারণে এই মুহুর্তে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ মোডে রয়েছে পুলিশ।

 

 

সম্পর্কিত পোস্ট