কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে শনিবার ‘চাক্কা জাম’ আন্দোলনের ডাক কৃষকদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে শনিবার ‘চাক্কা জাম’ আন্দোলনের ডাক দিল্লি উপকন্ঠে আন্দোলনরত কৃষকদের। ওই দিন তিন ঘন্টা অবরোধ করবেন কৃষকরা। বিকেল ৩ টে শুরু হওয়ার কথা।
বেশ কয়েকদিন ধরেই কৃষকদের আন্দোলনস্থলের আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এমনকি বিভিন্ন জায়গায় জল এবং বিদ্যুতের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যার প্রতিবাদেই এই কর্মসুচীর সিদ্ধান্ত নিয়েছে কৃষকরা।
এছাড়াও সোমবারের বাজেটে তাঁদেরকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ কৃষকদের। এদিনের বাজেটে সন্তুষ্ট নন। এমনটাই দাবী কৃষকদের।
সোমবার সন্ধ্যেবেলায় এই সিদ্ধান্ত নেন আন্দোলনরত কৃষকরা।
এর আগে ২৬ জানুয়ারি ট্র্যাক্টর র্যালিতে অংশগ্রহণ করেন কৃষকরা। যার ফলে দিল্লির ভিতরে অশান্তি ছড়ায়। এর ফলে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত কৃষকদের নিয়ে সমালোচনা শুরু হয়।
দিল্লির লালকেল্লার ঘটনার পর সোমবার সংসদ অভিযান স্থগিত করা হয় কৃষকদের তরফে।
আরও পড়ুনঃ “এই বাজেট কোম্পানি রাজের বাজেট” –দীপঙ্কর ভট্টাচার্য
এরপর কৃষকদের আন্দোলনস্থলে উপস্থিত হন উত্তরপ্রদেশ এবং হরিয়ানার সাধারণ মানুষ। কৃষকদের বেশ কিছু তাঁবু ওপর হামলা চালানো হয়। ঢিল ছোঁড়ারও অভিযোগ ওঠে।
এমনকি দুই মাস ধরে আন্দোলনরত কৃষকদের আন্দোলনস্থল থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয় উত্তরপ্রদেশ প্রশাসন। কিন্তু নিজেদের অবস্থানে অনড় থেকেছেন কৃষকরা।
উল্লেখ্য, সংসদে তিন কৃষি আইন পাশ হওয়ার পর থেকেই আন্দোলনে শামিল হয়েছেন হরিয়ানা, পাঞ্জাব সহ একাধিক রাজ্যের কৃষকরা। ঠিক তারই প্রতিবাদে দুই মাস ধরে দিল্লি উপকন্ঠে প্রবল ঠান্ডার মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা।
একাধিকবার কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র বের হয়নি। একদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবীতে অনড় রয়েছেন কৃষকরা। অন্যদিকে, আলোচনার মাধ্যমে কৃষি আইনে বদল আনতে চায় কেন্দ্র।
এরই মধ্যে বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়। আইন স্থগিত রেখে কমিটি গঠন করে সমাধানের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টে কমিটিকে স্বাগত জানায়নি কৃষকরা। এরই মধ্যে কৃষি আইন দেড় বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কিন্তু আন্দোলনে অনড় থাকতে চান কৃষকরা।