কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমান্তে ট্রাক্টর মিছিলে কৃষকরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৪৩ দিনের আন্দোলনে কোনও সমাধান না মেলায় বৃহস্পতিবার পুর্ব নির্ধারিত কর্মসুচী অনুযায়ী ট্রাক্টর মিছিল শুরু করলেন কৃষকরা। শুক্রবার কেন্দ্রের সঙ্গে বৈঠকের আগেই কৃষকদের এই মিছিলে অবরুদ্ধ হতে পারে দিল্লির একাধিক রাস্তা। মিছিলের ফলে পুর্ব পশ্চিমের একাধিক রাস্তা অবরুদ্ধ হতে পারে বলে মনে করছে প্রশাসন।

এদিন প্রায় সাড়ে তিন হাজার ট্রাক্টর এবং ট্রলি এই মিছিলে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রধান যোগিন্দ্র সিং। কৃষকদের তরফে বলা হয়েছে, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে ২৬ তারিখ দিল্লির ভিতরে যে ট্রাক্টর প্যারেড হওয়ার কথা ছিল তারই মহড়া চলছে এদিন।

বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হয়েছে ট্রাক্টর মিছিল। মানেশ্বর-পালোয়াল এক্সপ্রেসওয়ের দিকে চলবে মিছিল। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েতের নেতৃত্বে চলছে মিছিল।  কোনও অশান্তি এড়াতে মোতায়েন হয়েছে  বিরাট পুলিশ বাহিনী। রয়েছে দিল্লি এবং হরিয়ানার পুলিশ। দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার শালিনি সিং জানিয়েছেন, দিল্লির ভিতরে মিছিলের কোনও কথা নেই। সেইমতো ব্যবস্থা নেওয়া হয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/no-breakthrough-at-farmers-and-center-meeting-next-round-on-8th/

গত সাত দফার বৈঠকে মেলেনি কোনও সমাধান সূত্র। তিন কৃষি আইন প্রত্যাহারের দাবীতে অনড় থেকেছেন কৃষকরা। অন্যদিকে আইনে বদল আনার বিষয়ে অনড় সরকারপক্ষ। নতুন কৃষি আইনে কৃষকদের লাভ হবে এটাই বোঝাতে মরিয়া কেন্দ্র সরকার। এদিন মুলত পুর্ব সীমান্তের দিকেই মিছিল শুরু করেছেন কৃষকরা।

কৃষকদের শান্তিপূর্ণ মিছিলের জন্য আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী কৈলাস চৌধুরী। তিনি জানিয়েছেন, কৃষকরা যাতে শান্তিপূর্ণভাবে মিছিল করেন। সেইসঙ্গে তিনি আশাবাদী শুক্রবারের বৈঠকে একটা সমাধানসূত্র মিলবেই।  একইসঙ্গে নতুন আইন কৃষকদের জন্য লাভজনক হবে।

কেন্দ্রের একাধিক মন্ত্রীর কথায় কৃষকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমাধান বের করতে অঙ্গিকারবদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। আমরা চাই বৈঠকের মাধ্যমেই সমাধান বের হোক। শুধুমাত্র হ্যাঁ এবং না এর মাধ্যমে সমস্যার সমাধান মেলা সম্ভব নয়।

বিজেপির মুখপাত্র শেহনাওয়াজ হোসেন জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে বৈঠকের আগে কৃষকদের ট্রাক্টর মিছিলের সিদ্ধান্ত নেওয়া সঠিক ছিল না। শেষ দুই রাউন্দে যা বৈঠক হয়েছে তাতে আমরা আশাবাদী খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।

সম্পর্কিত পোস্ট