সমাধান না মিললে প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লিতে ট্র্যাক্টর র‍্যালি, জানালেন কৃষকরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ছয় দফার বৈঠকের ৫০ শতাংশ সমস্যার সমাধান হলেও এখনও কৃষি আইন নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনায় সমাধানসূত্র বের করতে পারেনি কেন্দ্র সরকার। ৪ তারিখ ফের কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র।  এরই মধ্যে প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লিতে ট্র্যাক্টর র‍্যালির কথা ঘোষণা করলেন আন্দোলনকারী কৃষকরা।

আন্দোলনকারী কৃষকদের অন্যতম নেতা ডঃ দর্শনপাল জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে আরও একবার ৪ তারিখ বৈঠকে বসতে চলেছি আমরা। সুপ্রিম কোর্টে ৫ তারিখ মামলার শুনানি রয়েছে। যদিও দুই দিনেই কোনও সমাধান না বের হয় তাহলে ৬ জানুয়ারি কুন্ডলি-মানেশ্বর-পালওয়াল হাইওয়েতে ট্রাক্টর মিছিল করবেন কৃষকরা। এই আন্দোলন চলবে ১৫ দিন। এরপর ২৩ জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সমস্ত রাজ্যের রাজভবনের সামনে বিক্ষোভ দেখাবেন কৃষকরা। এরপর ২৬ তারিখ ‘ট্রাক্টর কিষান প্যারেড’ হবে বলে জানিয়েছেন তিনি।

এমনকি সমস্যা না মিটলে ওই দিন দিল্লিতে ‘কিশান গনতন্ত্র প্যারেড’ হবে বলে জানিয়েছেন স্বরাজ ভারত প্রধান যোগেন্দ্র যাদব। দেশের সমস্ত কৃষক পরিবারের সদস্যকে সেই পারেডে অংশগ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাবনা পাশ করল কেরল সরকার

চলতি সপ্তাহে বিজ্ঞান ভবনে কেন্দ্রের সঙ্গে ষষ্ঠ দফার বৈঠকে বসেন কৃষকরা। বিদ্যুৎ বিল এবং পরিবেশ সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে উভয়পক্ষ সহমত হলেও, কৃষি আইন এবং ফসলের নুন্যতম সহায়ক মূল্য নিয়ে আলোচনায় কোনও সমাধানসূত্র মেলেনি। কেন্দ্রের তিন কৃষি আইনের প্রত্যাহারের দাবীতে অনড় থেকেছেন কৃষকরা। কিন্তু আইন প্রত্যাহারের পথে হাটতে নারাজ সরকারপক্ষ।

পাশাপাশি কৃষকদের তরফে অভিযোগ তোলা হচ্ছে, এমএসপি নিয়ে ভুল বোঝাচ্ছে সরকার। সরকারের তরফে আশ্বস্ত করা হচ্ছে এমএসপি ছিল এবং থাকবে। কিন্তু কৃষকদের দাবী আইনি মান্যতা দিতে হবে এমএসপিকে। যেটা তাঁদের অধিকার বলে দাবী করছেন কৃষকরা।

উল্লেখ্য, এক মাসের বেশী সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দিল্লির সীমান্তে একাধিক জায়গায় আন্দোলনে শামিল হয়েছেন দেশের কয়েকলক্ষ কৃষক। কৃষকদের দাবী, যতক্ষণ অবধি কেন্দ্র সরকার তিন কৃষি আইন না প্রত্যাহার করে নেয় ততদিন এই আন্দোলন চলবে। এমনকি আন্দোলনকে আরও বৃহত্তর করতে রিলে অনশনে বসেন কৃষকরা। এর আগে একদিন সারা ভারত বনধের ডাক দেন কৃষকরা।

সম্পর্কিত পোস্ট