সাত মাস পর মুক্তি পেলেন ফারুক আবদুল্লাহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাত মাস পর মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের পারক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। গত ৫ অগাস্ট থেকে বন্দি ছিলেন ৮৩ বছরের বর্ষীয়ান ন্যাশনাল কনফারেন্স নেতা। তাঁর ওপর পাবলিক সেফটি অ্যাক্ট জারি করা হয়। অবশেষে ৮ বিরোধী দলের আর্জির পর মুক্তি পেলেন ফারুক আবদুল্লাহ।

আরও পড়ুনঃ সিন্ধিয়ার দলত্যাগ, গুরুত্ব না দিলে গভীর সঙ্কটে পড়বে কংগ্রেস

গত বছরের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা এবং ৩৫ (এ) তুলে নেয় কেন্দ্রীয় সরকার। পরিবর্তে জন্ম হয় লাদাখ এবং জম্মু-কাশ্মীর দুই কেন্দ্রশাসিত অঞ্চলের। সেদিন থেকেই বন্দি ছিলেন কাশ্মীরের একাধিক রাজনৈতিক নেতা।


তাঁদের মধ্যে রয়েছেন ফারুক আবদুল্লাহ পুত্র ওমর আবদুল্লাহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সহ আরও অনেকেই। এমনকি গত ১৫ ডিসেম্বর থেকে তাঁদের ওপর পাবলিক সেফটি অ্যাক্ট লাগু করা হয়।

কিছুদিন আগেই ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির মুক্তির দাবীতে সরকার পক্ষের কাছে চিঠি দেন বিরোধী পক্ষের ৮ রাজনৈতিক দলের নেতারা। সরকার পক্ষকে দেওয়া চিঠিতে বিরোধীরা জানিয়েছেন একজন জনপ্রতিনিধি হওয়া সত্বেও অগাস্ট মাস থেকে সংসদে অনুপস্থিত রয়েছেন তিনি। তাই অবিলম্বে তাঁর মুক্তির দাবী করেন।

তারপরেই মুক্তি পেলেন ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ফারুক আবদুল্লাহ। যদিও এখনও মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ বন্দি রয়েছেন।

সম্পর্কিত পোস্ট