ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
দ্য কোয়ারি ডেস্ক: বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির জন্য সর্তকতা জারি করল আইএমডি। ১৬ সেপ্টেম্বর হরিয়ানা, রাজস্থান, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়া বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। ফলে পরিস্থিতি উদ্বেগজনক হবে শনিবার থেকে ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ফের বৃষ্টির সম্মুখীন হতে চলেছে।
মৌসম ভবন সূত্রে জারি করা সতর্কতায় জানানো হয়েছে ছত্রিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় আগামী তিন থেকে চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
কোঙ্কন, উত্তর-মধ্য মহারাষ্ট্র, গুজরাট, পূর্ব রাজস্থান এবং মধ্যপ্রদেশের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
অন্যদিকে টানা বৃষ্টিতে হাওড়া জলমগ্ন। পুরসভার কমপক্ষে ৩০টি ওয়ার্ডে জল জমে আছে। মধ্য হাওড়ার পঞ্চাননতলা, টিকিয়াপাড়া ছাড়াও বেলগাছিয়া, সালকিয়া, দাসনগর এবং লিলুয়া সহ বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমে আছে।
রাতভর বৃষ্টিতে জলমগ্ন ক্যানিং থানা এলাকার আয়ুব নগর, নন্দন পল্লি, মমতা পল্লি-সহ বেশ কিছু এলাকায় জল জমেছে।
নিম্নচাপের বৃষ্টিতে মেদিনীপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। বেহাল নিকাশির কারণেই জলযন্ত্রণা, দাবি স্থানীয়দের।
জলমগ্ন খড়গপুর শহরের কৌশল্যা মোড়-সহ বিভিন্ন এলাকা। জলের তলায় খড়গপুর স্টেশনে রেললাইনের একাংশ। আইআইটি বাইপাসে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি।
ডুলুং নদীর জল বইছে চিল্কিগড়ের কাছে ব্রিজের ওপর দিয়ে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঝাড়গ্রাম শহর থেকে জামবনি ব্লকের একাংশ কার্যত বিচ্ছিন্ন।
টানা বৃষ্টিতে জামবনি, ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর- সহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত।