পঞ্চম দফা আর্থিক প্যাকেজ- সাংবাদিক সম্মেলন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার কবল থেকে অর্থনীতিকে মুক্ত করে চাঙা করতে একগুচ্ছ দাওয়াই দিলেন পঞ্চম দফায়। কী কী চমক রয়েছে দেখে নিন একনজরে—

  • ওয়ান নেশান , ওয়ান ডিজিটাল প্লাটফর্মের ঘোষণা
  • শিক্ষা ব্যবস্থা কে এক ছাদের তলায় আনতে উদ্যোগ
  • ১০০ দিনের কাজে নিয়োগ করা হবে পরিযায়ীদের
  • তৈরী হবে নতুন ৩০০ কোটি কর্ম দিবস
  • অনলাইন শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে হবে প্রান্তিক অঞ্চলে
  • সরকার ফ্রি সিগনালের চ্যানেল নিয়ে আসছে
  • শিক্ষা ব্যবস্থায় জোর দিতে এই সিদ্ধান্ত
  • ৪৬ হাজার কোটি দেওয়া হবে রাজ্যগুলো কে বললেন অর্থমন্ত্রী
  • সরকারি ক্ষেত্রে বেসরকারীকরণে উদ্যোগ
  • রাজ্যগুলো কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে ধার নিতে পারবে বললেন অর্থমন্ত্রী
  • রাজ্যগুলো এখন খোলা বাজার থেকেও ধার নিতে পারবে
  • রাজ্যগুলো ধার নেওয়ার ক্ষেত্রে ৫% বৃদ্ধি ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
  • কর্পোরেট আইনে পরিবর্তন , একাধিক ধারা সংস্কার করা হবে
  • ছোট খাটো ত্রূটি অপরাধ নয় – ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
  • রাজ্য গুলোর ওভারড্রাফট নেওয়ার মেয়াদবৃদ্ধি
  • বরাদ্দ অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা

রাতারাতি গ্রিন থেকে অরেঞ্জ জোনে দক্ষিণ দিনাজপুর

সম্পর্কিত পোস্ট